Dhaka বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পিসিবি টেকনিক্যাল কমিটি থেকে হাফিজের পদত্যাগ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
  • ২৩৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

জাকা আশরাফের নেতৃত্বে নতুন ম্যানেজমেন্ট আসার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। যার প্রধান হিসেবে আছেন সাবেক ব্যাটার মিসবাহ-উল-হক। এছাড়া রাখা হয়েছিল আরও দুই সাবেক ক্রিকেটার ইনজামাম-উল-হক ও মোহাম্মদ হাফিজ। প্রধান নির্বাচক হওয়ার পর সেই পদ থেকে সরে দাঁড়ান ইনজামাম।

এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) টেকনিক্যাল কমিটির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক ক্রিকেটার মোহাম্মাদ হাফিজ। বিশ্বকাপ দল ঘোষণার ঠিক একদিন আগে স্বেচ্ছায় পদত্যাগ করলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে হাফিজ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে হাফিজ লিখেছেন, পাকিস্তান ক্রিকেটের টেকনিক্যাল কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি একজন সম্মানিত সদস্য হিসেবে কাজ করেছি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য জাকা আশরাফকে ধন্যবাদ দিতে চাই।

দায়িত্ব ছাড়লেও যেকোনো প্রয়োজনে পাশে আছেন জানিয়ে সাবেক এই ক্রিকেটার আরও লিখেন, জাকা আশরাফ যদি পাকিস্তান ক্রিকেটের প্রয়োজনে আমার কোনো পরামর্শ চায়, তাহলে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত আছি। পাকিস্তান ক্রিকেটের জন্য শুভকামনা। পাকিস্তান জিন্দাবাদ।

টেকনিক্যাল কমিটির কাজের আওতার মধ্যে ছিল ঘরোয়া কাঠামো, সূচি, প্লেয়িং কন্ডিশন, জাতীয় নির্বাচক কমিটির নিয়োগ, জাতীয় দলের কোচদের নিয়োগের পাশাপাশি কেন্দ্রীয় ও ঘরোয়া চুক্তি, আম্পায়ার, রেফারি ও কিউরেটরদের উন্নতি সম্পর্কে পরামর্শ দেওয়া। সেই কমিটিতে এখন কেবল মিসবাহই রইলেন।

এদিকে হাফিজের অবসরের মাঝেই আরেকটি খবর জানা গেছে। আজ ঘোষিত হতে পারে পাকিস্তানের বিশ্বকাপ দল। এমনটাই জানিয়েছে পাকিস্তানের কয়েকটি শীর্ষ সারির গণমাধ্যম।

আগেই জানা গিয়েছিল, বেশ কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে পড়ায় এবং এশিয়া কাপে আশানুরূপ সাফল্য না পাওয়ায় পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণায় দেরি হচ্ছে। এবার চূড়ান্ত সিদ্ধান্তে আসার পালা। এ নিয়ে গতকাল জরুরি বৈঠকে বসেছিল পিসিবি।

শাদাব খানকে বাদ দেওয়ার যে গুঞ্জন উঠেছিল, পিসিবি সেটা উড়িয়ে দিয়েছে। বৈঠকে বাবর আজমকে অধিনায়ক এবং শাদাব খানকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপ দল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ (শুক্রবার) পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

পিসিবি টেকনিক্যাল কমিটি থেকে হাফিজের পদত্যাগ

প্রকাশের সময় : ০২:৩৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

জাকা আশরাফের নেতৃত্বে নতুন ম্যানেজমেন্ট আসার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। যার প্রধান হিসেবে আছেন সাবেক ব্যাটার মিসবাহ-উল-হক। এছাড়া রাখা হয়েছিল আরও দুই সাবেক ক্রিকেটার ইনজামাম-উল-হক ও মোহাম্মদ হাফিজ। প্রধান নির্বাচক হওয়ার পর সেই পদ থেকে সরে দাঁড়ান ইনজামাম।

এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) টেকনিক্যাল কমিটির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক ক্রিকেটার মোহাম্মাদ হাফিজ। বিশ্বকাপ দল ঘোষণার ঠিক একদিন আগে স্বেচ্ছায় পদত্যাগ করলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে হাফিজ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে হাফিজ লিখেছেন, পাকিস্তান ক্রিকেটের টেকনিক্যাল কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি একজন সম্মানিত সদস্য হিসেবে কাজ করেছি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য জাকা আশরাফকে ধন্যবাদ দিতে চাই।

দায়িত্ব ছাড়লেও যেকোনো প্রয়োজনে পাশে আছেন জানিয়ে সাবেক এই ক্রিকেটার আরও লিখেন, জাকা আশরাফ যদি পাকিস্তান ক্রিকেটের প্রয়োজনে আমার কোনো পরামর্শ চায়, তাহলে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত আছি। পাকিস্তান ক্রিকেটের জন্য শুভকামনা। পাকিস্তান জিন্দাবাদ।

টেকনিক্যাল কমিটির কাজের আওতার মধ্যে ছিল ঘরোয়া কাঠামো, সূচি, প্লেয়িং কন্ডিশন, জাতীয় নির্বাচক কমিটির নিয়োগ, জাতীয় দলের কোচদের নিয়োগের পাশাপাশি কেন্দ্রীয় ও ঘরোয়া চুক্তি, আম্পায়ার, রেফারি ও কিউরেটরদের উন্নতি সম্পর্কে পরামর্শ দেওয়া। সেই কমিটিতে এখন কেবল মিসবাহই রইলেন।

এদিকে হাফিজের অবসরের মাঝেই আরেকটি খবর জানা গেছে। আজ ঘোষিত হতে পারে পাকিস্তানের বিশ্বকাপ দল। এমনটাই জানিয়েছে পাকিস্তানের কয়েকটি শীর্ষ সারির গণমাধ্যম।

আগেই জানা গিয়েছিল, বেশ কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে পড়ায় এবং এশিয়া কাপে আশানুরূপ সাফল্য না পাওয়ায় পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণায় দেরি হচ্ছে। এবার চূড়ান্ত সিদ্ধান্তে আসার পালা। এ নিয়ে গতকাল জরুরি বৈঠকে বসেছিল পিসিবি।

শাদাব খানকে বাদ দেওয়ার যে গুঞ্জন উঠেছিল, পিসিবি সেটা উড়িয়ে দিয়েছে। বৈঠকে বাবর আজমকে অধিনায়ক এবং শাদাব খানকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপ দল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ (শুক্রবার) পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে।