পিরোজপুর বাস টার্মিনালের আশপাশের সড়কে এলোমেলোভাবে গাড়ি রাখায় ঢাকা-পিরোজপুর মহাসড়কে যানজট লেগেই থাকে। এতে ভোগান্তি পোহাতে হয় চলাচলকারীদের। সমস্যা সমাধানে টার্মিনালের পরিধি বাড়ানোর দাবি জানিয়েছে স্থানীয়রা।
২০০৬ সালে পিরোজপুর জেলা বাস টার্মিনাল নির্মাণ করা হয়। শুরুতে গাড়ির সংখ্যা কম থাকায় টার্মিনালে রাখতে সমস্যা না হলেও, এখন আশপাশের সড়কেও ছড়িয়ে পড়ছে যানবাহন। এতে টার্মিনাল সংলগ্ন পিরোজপুর-ঢাকা মহাসড়কের দুই পাশের এলাকাও যেন বাসস্ট্যান্ডে পরিণত হয়েছে।
বাস চালক ও সহকারীরা জানান টার্মিনালে ৭০টির মতো বাস রাখা যায়। কিন্তু প্রতিদিন এই পথে তিনশতাধিক গাড়ি চলাচল করে।
স্থানীয়দের অভিযোগ, বাসগুলোর পরিষ্কারÑপরিচ্ছন্নতার কাজও করা হয় সড়কের ওপড়ে। ফলে সড়কে অন্য যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক।