সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের কামারখন্দে এলাকায় মুরগি বোঝায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরেহী নিহত হয়েছেন।
বুধবার (২৮ মে) রাত ৯টার দিকে উপজেলার সিরাজগঞ্জ শহর-নলকা আঞ্চলিক মহাসড়কের ভদ্রঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তাড়াশ উপজেলার তেঘুরি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে শোয়েব আলী (২২), রায়গঞ্জ উপজেলার শেনগাঁতী গ্রামের জয়নাল শেখের ছেলে জাহিদুল ইসলাম (২০) ও আব্দুল হাইয়ের ছেলে আব্দুল গাফফার (২১)।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নলকা সেতু এলাকা থেকে মোটরসাইকেলে তিন বন্ধু সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। তারা ভদ্রঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগি বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি পাওয়া যায়নি। স্বজনরা মরদেহ তিনটি নিয়ে গেছে। তবে তারা ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা করছেন বলে জানান ওসি।