Dhaka সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পিআর পদ্ধতির নির্বাচনের জন্য জনগণের ম্যান্ডেট নিতে হবে : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক : 

নির্বাচনের জন্য যারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চায় তাদের আগে জনগণের ম্যান্ডেট নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর মৌচাক কসমস সেন্টারে কসমস ফাউন্ডেশন ও ইউএনবি আয়োজিত ‘নির্বাচনে পিআর পদ্ধতি’ নিয়ে সেমিনারে এ কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, পিআর পদ্ধতির পক্ষে থাকা দলগুলোর সঙ্গে সব বিষয়ে ঐকমত্য কমিশন একমত হতে পারবে না। যারা পিআর পদ্ধতি চায় তাদের আগে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পিআর হোক— কোনো আপত্তি নাই। পিআরের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে।

তিনি বলেন, পিআর প্রশ্নে গণভোট আয়োজনের দায়িত্ব জনগণ দলগুলোকে দেয়নি। দাবি না মানলেই আলোচনা অর্থহীন বলা হলে সেটি গণতন্ত্র নয়। একমত না হওয়া বিষয়গুলো নিয়ে সংসদেই আলোচনা হতে পারে।
আমির খসরু বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে অন্যের মতের প্রতি সহনশীল হতে হবে। অন্যথায় আলোচনা করেও কোনো ফল পাওয়া যাবে না।

তিনি বলেন, গণতন্ত্রে একক দলের রুল করার সিস্টেম নেই। যারা বিজয়ী হবে তাদের সরকার, তাদের দেশ এই অবস্থা থেকে বের হতে হবে। আমাদের রাজনৈতিক সিস্টেম পাল্টাতে হবে। ভিন্নমত ও বিরোধীদের বিষয়ে সম্মান দেখাতে হবে। সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো একটি কার্যকর সংসদ গঠন করা। সনদে যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে, এখন সেগুলো বাস্তবায়নের দিকেই এগোতে হবে।

আমির খসরু বলেন, গণতন্ত্রে একক দলের শাসনের কোনো ব্যবস্থা নেই। তাই দেশের রাজনৈতিক কাঠামো পরিবর্তন করে ভিন্নমত ও বিরোধীদের প্রতি সম্মান প্রদর্শনের সংস্কৃতি গড়ে তুলতে হবে। সংঘাতনির্ভর রাজনীতি থেকে বের হয়ে আসাই এখন সময়ের দাবি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পিআর পদ্ধতির নির্বাচনের জন্য জনগণের ম্যান্ডেট নিতে হবে : আমীর খসরু

প্রকাশের সময় : ০৪:৪৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

নির্বাচনের জন্য যারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চায় তাদের আগে জনগণের ম্যান্ডেট নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর মৌচাক কসমস সেন্টারে কসমস ফাউন্ডেশন ও ইউএনবি আয়োজিত ‘নির্বাচনে পিআর পদ্ধতি’ নিয়ে সেমিনারে এ কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, পিআর পদ্ধতির পক্ষে থাকা দলগুলোর সঙ্গে সব বিষয়ে ঐকমত্য কমিশন একমত হতে পারবে না। যারা পিআর পদ্ধতি চায় তাদের আগে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পিআর হোক— কোনো আপত্তি নাই। পিআরের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে।

তিনি বলেন, পিআর প্রশ্নে গণভোট আয়োজনের দায়িত্ব জনগণ দলগুলোকে দেয়নি। দাবি না মানলেই আলোচনা অর্থহীন বলা হলে সেটি গণতন্ত্র নয়। একমত না হওয়া বিষয়গুলো নিয়ে সংসদেই আলোচনা হতে পারে।
আমির খসরু বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে অন্যের মতের প্রতি সহনশীল হতে হবে। অন্যথায় আলোচনা করেও কোনো ফল পাওয়া যাবে না।

তিনি বলেন, গণতন্ত্রে একক দলের রুল করার সিস্টেম নেই। যারা বিজয়ী হবে তাদের সরকার, তাদের দেশ এই অবস্থা থেকে বের হতে হবে। আমাদের রাজনৈতিক সিস্টেম পাল্টাতে হবে। ভিন্নমত ও বিরোধীদের বিষয়ে সম্মান দেখাতে হবে। সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো একটি কার্যকর সংসদ গঠন করা। সনদে যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে, এখন সেগুলো বাস্তবায়নের দিকেই এগোতে হবে।

আমির খসরু বলেন, গণতন্ত্রে একক দলের শাসনের কোনো ব্যবস্থা নেই। তাই দেশের রাজনৈতিক কাঠামো পরিবর্তন করে ভিন্নমত ও বিরোধীদের প্রতি সম্মান প্রদর্শনের সংস্কৃতি গড়ে তুলতে হবে। সংঘাতনির্ভর রাজনীতি থেকে বের হয়ে আসাই এখন সময়ের দাবি।