নিজস্ব প্রতিবেদক :
পিআর পদ্ধতিতে নির্বাচনের যে দাবি উঠেছে, এর আড়ালে ষড়যন্ত্র লুকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সোমবার (৩০ জুন) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত সাধারণ সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির এ যুগ্ম মহাসচিব বলেন, পিআর পদ্ধতিতে যারা নির্বাচন চায়, এর পেছনে ষড়যন্ত্র লুকিয়ে আছে। এতে লাভবান কারা হবে তা ভাবতে হবে। ষড়যন্ত্র বাস্তবায়ন হলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে।
এ্যানি বলেন, জুলাই আন্দোলনে মনোবল দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সাহস দিয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও সাহস জুগিয়েছেন। এতে বিএনপিকর্মীরা পিছপা হননি। তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐকবদ্ধ করে আন্দোলন হওয়ায় শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন।
‘এখন চ্যালেঞ্জ দেশ গড়ার। তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক আশা দিয়েছে’, যোগ করেন বিএনপির এ নেতা।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, একটি দল সুকৌশলে বিএনপিকে রাজনৈতিকভাবে আক্রমণ করে চলেছে। কিন্তু ধমক দিয়ে নির্বাচন ব্যাহত করা যাবে না।
তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যেভাবে ষড়যন্ত্র সৃষ্টি করা হচ্ছে, তা বিএনপি কর্মীরা মেনে নেবে না। তিনি প্রশ্ন তুলেছেন, ইসলাম প্রচারের নামে মসজিদে মসজিদে সংগঠন করে বিএনপিকে অবমূল্যায়ন করার চেষ্টা করা হচ্ছে, এই শক্তি তাদের কে দিয়েছে?
জয়নুল আবদীন ফারুক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ধমক দিয়ে সুষ্ঠু নির্বাচন ব্যাহত করতে চাইলে বিএনপি তা সহ্য করবে না।
তিনি বলেন, রাজনৈতিক বন্ধুত্ব ভুলে গিয়ে একটি দল বিএনপির বিরুদ্ধে কথা বলবে, এটা আমরা আশা করি না।
বিএনপির এই উপদেষ্টা দাবি করেন, তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বৈঠকের সফলতা ভেস্তে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে পিআর পদ্ধতি এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানানো হচ্ছে। তার মতে, এসব দাবি নির্বাচনের প্রক্রিয়াকে বিলম্বিত করার একটি ষড়যন্ত্র।