আন্তর্জাতিক ডেস্ক :
অনলাইন গেম পাবজি খেলার সময় ভারতীয় এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে পাকিস্তানি এক নারীর। পরে সেই সম্পর্কের জেরেই চার সন্তানসহ ভারতের নয়ডায় হাজির হন ওই নারী। তার সঙ্গী ভারতীয় যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দেশটির উত্তরপ্রদেশ রাজ্যের নয়দা শহরের একটি বাসা থেকে সন্তানসহ ওই নারী ও তাকে আশ্রয় দেওয়া ভারতীয় যুবককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩ জুলাই) নয়ডা পুলিশের বরাতে বিষয়টি জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে নয়দা পুলিশের ডেপুটি কমিশনার সাদ মিঞা খান জানান জানান, অনলাইন গেম পাবজি খেলার সূত্রে নয়ডানিবাসী ওই যুবকের সঙ্গে পরিচয় ঘটে ওই ২৮ বছর বয়সী ওই পাকিস্তানি নারীর। তারপর অনলাইনে ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্টতা বাড়তে থাকে এবং এক পর্যায়ে চার সন্তানকে নিয়ে পাকিস্তান থেকে নেপালে যান ওই নারী। তারপর নেপাল থেকে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি।
সন্তানসহ ওই নারী উত্তরপ্রদেশে এসে পৌঁছালে সেখানে তাকে রিসিভ করেন ওই যুবক। তারপর তাদের নিয়ে নয়ডার একটি আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে সেখানে ওঠেন তিনি। ওই নারীর কাছে ভারতে বসবাসের জন্য বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি।
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে নয়ডার ওই বাসায় গিয়ে ওই যুবক এবং নারীকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে সাদ মিঞা খান বলেন, ওই পাকিস্তানী নারী এবং তাকে আশ্রয়দাতা যুবক দুজনই বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। ওই নারীর চার সন্তানকেও হেফাজতে রাখা হয়েছে। ৩০ এর কাছাকাছি বয়সের ওই পাকিস্তানি নারী ও নয়ডার সেই ব্যক্তির মধ্যে পরিচয় হয় অনলাইন গেম পাবজির মাধ্যমে। পরে সেই সম্পর্ক বন্ধুত্বে রূপ নেয়। বন্ধুত্ব থেকে পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এখন তাদের দু’জনকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষে আরও তথ্য আমরা জানাতে পারব। সূত্র: এনডিটিভি।