বিনোদন ডেস্ক :
দীর্ঘ বিরতির পর রুপালি পর্দায় ফিরেই চমক দেখালেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। যশরাজ ফিল্মসের ব্যানারে বছর চারেক পর নতুন রুপে তার এই ফেরা যে মানুষের মন জয় করেছে, সে কথা আর বলার অপেক্ষাই রাখে না। তবে মুক্তির আগে সিনেমাটি নিয়ে অনেক বিতর্ক তৈরি হলেও সব ঝামেলাকে ফু দিয়ে উড়িয়ে বক্স অফিস রাজ করছে কিং খান অভিনীত ‘পাঠান’।
যার প্রতিটি পদক্ষেপই রাজকীয়। এবার তার গ্যারেজে বিলাসবহুল সব গাড়ির সঙ্গে যুক্ত হলো আরও একটি গাড়ি রোলস রয়েস কালিনান ব্ল্যাক ব্যাজ! বিশেষ অর্ডারে তৈরি এ গাড়ির দাম জানলে চক্ষু চড়কগাছ হতে পারে সবার। শোনা যাচ্ছে, অক্ষয় কুমারের মুক্তিপ্রাপ্ত শেষ দুইটি সিনেমার মোট বক্স অফিসের ব্যবসার পরিমাণের থেকেও তার নতুন চার চাকার দাম বেশি!
নতুন গাড়িটির বাজারমূল্য ১০ কোটি টাকা! ভারতে রোলস রয়েস-এর যেসব মডেলের গাড়ি বিক্রি হয়, তার মধ্যে শাহরুখের গাড়িটির দাম সব থেকে বেশি।
#Pathaan's new Rolls-Royce Cullinan Black Badge ❤️????#ShahRukhKhanpic.twitter.com/SG8ACQCPL5
— Shah Rukh Khan Warriors FAN Club (@TeamSRKWarriors) March 26, 2023
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, শাহরুখের বাড়ি মান্নাতের গ্যারেজে অডি, বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্চসহ আরও কয়েকটি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ির সঙ্গে এবার যুক্ত হলো আরও একটি আলিশান গাড়ি ‘রোলস রয়েস কুলিনান ব্ল্যাক ব্যাজ’।
জানা যায়, নিজের মতো করেই গাড়িটিকে কাস্টোমাইজ করেছেন কিং খান। এদিকে সম্প্রতি শাহরুখের ফ্যান ক্লাবের পেইজে পোস্ট করা আলিশান গাড়িটি মান্নাতে ঢোকার সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় ০৫৫৫ নম্বর লাগানো ব্র্যান্ড নিউ রোলস রয়েস কুলিনান চালিয়ে মান্নাতে প্রবেশ করছেন পাঠান হিরো শাহরুখ খান।
বলিউডের তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও হৃত্বিক রোশনও বিলাসবহুল এই রোলস রয়েস গাড়ির মালিক।
উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ মুক্তি পায় গত ২৫ জানুয়ারি। এখনও এটি ভারত ও বিভিন্ন দেশের হলে প্রদর্শিত হচ্ছে। বিশ্বব্যাপী ১ হাজার ৫৫ কোটি রুপি আয় করেছে ছবিটি।
এদিকে শাহরুখ বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমা ‘জাওয়ান’র কাজে। যেটি নির্মাণ করছেন তামিল নির্মাতা অ্যাটলি কুমার। আগামী ২ জুন এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে।