কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক প্রীতি জিনতা সোশ্যাল মিডিয়ায় একটি সতর্কতা জারি করেন, যা নিমেষে ভাইরাল হয়ে যায়। এমন শেষ বলের থ্রিলার জেতার পর প্রীতি টুইট করেন, অবশেষে প্রয়োজনীয় একটা জয় এসেছে আমাদের।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে কার্যত অনায়াসে জেতা ম্যাচ শেষ বল পর্যন্ত টেনে নিয়ে যায় পাঞ্জাব। শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জেতান নিকোলাস পুরান। ২ ওভার আগেই গেইলরা যে ম্যাচ জিতে যাবেন বলে ধরে নিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা, সেটাই চূড়ান্ত উত্তেজক রূপ নেয় শেষ পর্যন্ত।
আরও পড়ুন : মাদকের অভিযোগ থেকে নির্দোষ প্রমাণ করাটাই সারার চ্যালেঞ্জ
এমন শেষ বলের থ্রিলার জেতার পর প্রীতি টুইট করেন, অবশেষে প্রয়োজনীয় একটা জয় এসেছে আমাদের। আশা করি ক্রিকেটের নামে আমাদের দল মানুষের হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়ায়নি। বিধিসম্মত সতর্কবার্তা, কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচ দুর্বল হৃদয়ের মানুষদের জন্য নয়।
আরসিবি বোলাররা যেভাবে শেষ বেলায় পাল্টা লড়াই চালায়, তা সত্যিই প্রশংসার যোগ্য।
বাস্তবিকই, কিংস ইলেভেন পাঞ্জাব দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকেই বেশ কয়েকটা অত্যন্ত উত্তেজক লড়াই উপহার দিয়েছে আইপিএলে। যদিও ক্লোজ ম্যাচগুলোর ফলাফল পাঞ্জাবের অনুকূলে যায়নি।