Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পাকুন্দিয়ায় জাম গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

oplus_2

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাম গাছ থেকে পড়ে কাজল মিয়া (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (১ জুন) সকাল ৮টার দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

নিহতের চাচাতো ভাই হিজলীয়া আব্দুল মতিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান বলেন, কাজল মিয়া কৃষি কাজের পাশাপাশি মৌসুমি ফলের ব্যাবসা করতেন। পাশের বাড়ির একটি গাছের জাম চুক্তিতে কিনেন কাজল মিয়া। সকালে তিনি জাম পাড়তে ওই গাছে ওঠলে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় তিনি পা পিঁছলে গাছ থেকে পুকুরের পানিতে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খোঁজ নিয়ে জানা গেছে, এটি একটি দূর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোন অভিযোগ নেই। তাদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আজ থেকে দেশের ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা

পাকুন্দিয়ায় জাম গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

প্রকাশের সময় : ০৪:২৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাম গাছ থেকে পড়ে কাজল মিয়া (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (১ জুন) সকাল ৮টার দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

নিহতের চাচাতো ভাই হিজলীয়া আব্দুল মতিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান বলেন, কাজল মিয়া কৃষি কাজের পাশাপাশি মৌসুমি ফলের ব্যাবসা করতেন। পাশের বাড়ির একটি গাছের জাম চুক্তিতে কিনেন কাজল মিয়া। সকালে তিনি জাম পাড়তে ওই গাছে ওঠলে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় তিনি পা পিঁছলে গাছ থেকে পুকুরের পানিতে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খোঁজ নিয়ে জানা গেছে, এটি একটি দূর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোন অভিযোগ নেই। তাদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।