Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হারের কারণ জানালেন সাকিব

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:১৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
  • ২০৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

হার দিয়ে এশিয়া কাপে সুপার ফোরের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার দিনে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। আর তাই ম্যাচ শেষে ব্যাটারদের কাঠগড়ায় তুললেন অধিনায়ক সাকিব আল হাসান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুরুর ব্যাটিংকে দায়ী করে টাইগার অধিনায়ক বলেন, আমরা শুরুতে পিছিয়ে পড়েছিলাম। তবে তারা (পাকিস্তান) সত্যিই ভালো বোলিং করেছে এবং আমরা কিছু সাধারণ শট খেলেছি।

সাকিব আরও বলেন, এরকম উইকেটে আমাদের প্রথম ১০ ওভারে চার উইকেট হারানো উচিত হয়নি। এরপর আমাদের খুব ভালো একটা পার্টনারশিপ হয়েছিল। সেটা আরও ৭-৮ ওভার চালিয়ে যাওয়া উচিত ছিল। এ ধরনের উইকেটে খুবই খারাপ ব্যাটিং কিন্তু পরের ম্যাচের জন্য আমাদের তৈরি হতে হবে।

সাকিব বলেন, আমি আউট হওয়ার পর আর কোনো পার্টনারশিপ হয়নি। এ ধরনের উইকেটে এটা খুব খারাপ ব্যাটিং। পাকিস্তান এখন এক নম্বর দল, তাদের তিনজন বিশ্বসেরা বোলার আছে। তারা ভালো করতে পারায় কাজটা সহজ হয়ে যায় ব্যাটারদের। তবে আমরা আমাদের বোলিং বিভাগে ভালো করছি।

পাকিস্তান দলের প্রসঙ্গে সাকিব বলেন, তারা বিশ্বের এক নম্বর দল এবং এ কারণেই। তাদের তিনজন বিশ্বসেরা বোলার (শাহীন আফ্রিদি, হারিস রউফ এবং নাসিম শাহ) আছেন যারা দলের জন্য বিষয়গুলো সহজ করে দেন। আমরা বোলিং বিভাগে ভালো করে আসছি কিন্তু ব্যাটিংয়ে ধারাবাহিকতা নেই। আমাদের আরও ধারাবাহিক হতে হবে। পাকিস্তানের মতো, বিগত কয়েক বছরে আমাদের পেসাররাও খুবই ভালো বল করছে। কিন্তু এ ধরনের উইকেটে ব্যাটাররা ভুল না করলে উইকেট পাওয়া কঠিন।

শ্রীলংকার পিচ নিয়ে সাকিব বলেন, যখন আমি এলপিএলে (লংকান প্রিমিয়ার লিগ) খেলেছিলাম তখন উইকেট কিছুটা ধীর প্রকৃতির ছিল এবং উঁচু-নিচু ছিল, যেটি আমাদের সাহায্য করতে পারে। আশা করছি, কলম্বোতে ভালো করবো আমরা।

চলমান এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেও বাজে ব্যাটিংয়ের পসরা সাজিয়েছিল টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে তারা মাত্র ১৬৪ রানেই গুটিয়ে যায়। পরবর্তীতে দাসুন শানাকার দল জয় তুলে নেয় ৫ উইকেটে। যা বাংলাদেশের এশিয়া কাপ থেকে ছিটকে পড়ার শঙ্কা জাগিয়েছিল। সেই দুর্যোগ অবস্থা থেকে দ্বিতীয় ম্যাচেই দারুণ জয় পায় বাংলাদেশ। আফগানদের বিপক্ষে টাইগারদের ৮৯ রানের জয় তুমুল লড়াইয়ে ঠেলে দেয় লঙ্কানদের।

আগামী ৯ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। ফাইনালে খেলার আশা টিকিয়ে রাখতে হলে সেই ম্যাচে বাংলাদেশের জয়ের বিকল্প নেই।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হারের কারণ জানালেন সাকিব

প্রকাশের সময় : ০২:১৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

হার দিয়ে এশিয়া কাপে সুপার ফোরের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার দিনে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। আর তাই ম্যাচ শেষে ব্যাটারদের কাঠগড়ায় তুললেন অধিনায়ক সাকিব আল হাসান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুরুর ব্যাটিংকে দায়ী করে টাইগার অধিনায়ক বলেন, আমরা শুরুতে পিছিয়ে পড়েছিলাম। তবে তারা (পাকিস্তান) সত্যিই ভালো বোলিং করেছে এবং আমরা কিছু সাধারণ শট খেলেছি।

সাকিব আরও বলেন, এরকম উইকেটে আমাদের প্রথম ১০ ওভারে চার উইকেট হারানো উচিত হয়নি। এরপর আমাদের খুব ভালো একটা পার্টনারশিপ হয়েছিল। সেটা আরও ৭-৮ ওভার চালিয়ে যাওয়া উচিত ছিল। এ ধরনের উইকেটে খুবই খারাপ ব্যাটিং কিন্তু পরের ম্যাচের জন্য আমাদের তৈরি হতে হবে।

সাকিব বলেন, আমি আউট হওয়ার পর আর কোনো পার্টনারশিপ হয়নি। এ ধরনের উইকেটে এটা খুব খারাপ ব্যাটিং। পাকিস্তান এখন এক নম্বর দল, তাদের তিনজন বিশ্বসেরা বোলার আছে। তারা ভালো করতে পারায় কাজটা সহজ হয়ে যায় ব্যাটারদের। তবে আমরা আমাদের বোলিং বিভাগে ভালো করছি।

পাকিস্তান দলের প্রসঙ্গে সাকিব বলেন, তারা বিশ্বের এক নম্বর দল এবং এ কারণেই। তাদের তিনজন বিশ্বসেরা বোলার (শাহীন আফ্রিদি, হারিস রউফ এবং নাসিম শাহ) আছেন যারা দলের জন্য বিষয়গুলো সহজ করে দেন। আমরা বোলিং বিভাগে ভালো করে আসছি কিন্তু ব্যাটিংয়ে ধারাবাহিকতা নেই। আমাদের আরও ধারাবাহিক হতে হবে। পাকিস্তানের মতো, বিগত কয়েক বছরে আমাদের পেসাররাও খুবই ভালো বল করছে। কিন্তু এ ধরনের উইকেটে ব্যাটাররা ভুল না করলে উইকেট পাওয়া কঠিন।

শ্রীলংকার পিচ নিয়ে সাকিব বলেন, যখন আমি এলপিএলে (লংকান প্রিমিয়ার লিগ) খেলেছিলাম তখন উইকেট কিছুটা ধীর প্রকৃতির ছিল এবং উঁচু-নিচু ছিল, যেটি আমাদের সাহায্য করতে পারে। আশা করছি, কলম্বোতে ভালো করবো আমরা।

চলমান এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেও বাজে ব্যাটিংয়ের পসরা সাজিয়েছিল টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে তারা মাত্র ১৬৪ রানেই গুটিয়ে যায়। পরবর্তীতে দাসুন শানাকার দল জয় তুলে নেয় ৫ উইকেটে। যা বাংলাদেশের এশিয়া কাপ থেকে ছিটকে পড়ার শঙ্কা জাগিয়েছিল। সেই দুর্যোগ অবস্থা থেকে দ্বিতীয় ম্যাচেই দারুণ জয় পায় বাংলাদেশ। আফগানদের বিপক্ষে টাইগারদের ৮৯ রানের জয় তুমুল লড়াইয়ে ঠেলে দেয় লঙ্কানদের।

আগামী ৯ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। ফাইনালে খেলার আশা টিকিয়ে রাখতে হলে সেই ম্যাচে বাংলাদেশের জয়ের বিকল্প নেই।