Dhaka শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত হয়েছে।

রোববার (২০ আগস্ট) তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, রাজধানী ইসলামাবাদ থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল উপত্যকায় হামলা হয়।

উত্তর খাইবার পাখতুনকওয়া প্রদেশের নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তারা বলেছেন, আফগান সীমান্তের কাছে ওয়াজিরিস্তানে একটি নির্মাণ প্রকল্পে শ্রমিকদের বহনকারী একটি ট্রাকে সন্দেহভাজন ইম্প্রোভাইজড বিস্ফোরক যন্ত্রের বিস্ফোরণ ঘটে। এতে প্রাণ গেছে অনেকে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে রয়টার্স।

উত্তর ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার রেহান খাট্টক বলেন, তারা একটি নির্মাণাধীন সেনা পোস্টে কাজ করছিলেন। শ্রমিকদের বহনকারী একটি গাড়ির নিচে একটি আইইডি বিস্ফোরণ ঘটে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

গত কয়েক বছর পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত সীমান্ত এলাকায় এ ধরনের হামলা বেড়েছে। এসব ঘটনায় সশস্ত্র তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীকে দায়ী করে আসছে ইসলামাবাদ। শুধু খাইবার পাখতুনখোওয়া প্রদেশেই চলতি বছর ৩০০ জনের বেশি নিহত হন। যার অধিকাংশের দায় স্বীকার করেছে টিটিপি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সরকারের কাজ জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করা : আমীর খসরু

পাকিস্তানে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত

প্রকাশের সময় : ০৩:৫২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত হয়েছে।

রোববার (২০ আগস্ট) তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, রাজধানী ইসলামাবাদ থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল উপত্যকায় হামলা হয়।

উত্তর খাইবার পাখতুনকওয়া প্রদেশের নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তারা বলেছেন, আফগান সীমান্তের কাছে ওয়াজিরিস্তানে একটি নির্মাণ প্রকল্পে শ্রমিকদের বহনকারী একটি ট্রাকে সন্দেহভাজন ইম্প্রোভাইজড বিস্ফোরক যন্ত্রের বিস্ফোরণ ঘটে। এতে প্রাণ গেছে অনেকে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে রয়টার্স।

উত্তর ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার রেহান খাট্টক বলেন, তারা একটি নির্মাণাধীন সেনা পোস্টে কাজ করছিলেন। শ্রমিকদের বহনকারী একটি গাড়ির নিচে একটি আইইডি বিস্ফোরণ ঘটে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

গত কয়েক বছর পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত সীমান্ত এলাকায় এ ধরনের হামলা বেড়েছে। এসব ঘটনায় সশস্ত্র তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীকে দায়ী করে আসছে ইসলামাবাদ। শুধু খাইবার পাখতুনখোওয়া প্রদেশেই চলতি বছর ৩০০ জনের বেশি নিহত হন। যার অধিকাংশের দায় স্বীকার করেছে টিটিপি।