স্পোর্টস ডেস্ক :
পাকিস্তান ক্রিকেটে যেন অবসরের হিড়িক পড়েছে। গত দুদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিতীয়বারের মতো অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের তারকা ফাস্ট বোলার মোহাম্মদ আমির ও স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।
এবার এই অবসরের মিছিলে যোগ দিলেন আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লম্বা খেলোয়াড় হিসেবে পরিচিত মোহাম্মদ ইরফান। তবে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে তিন ক্রিকেটারের জাতীয় দলে বিদায় বলে দেওয়ার ঘটনা এখন পাকিস্তানের ক্রিকেটে বেশ আলোচিত।
আন্তর্জাতিক ক্রিকেটে ইরফানের উচ্চতা আলাদা করে নজর কাড়ে। ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার এই বোলারই আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লম্বা খেলোয়াড়। এ কারণে তিনি ‘টাওয়ার অব ক্রিকেট’ নামেও পরিচিত।
বাঁহাতি পেসার ইরফান গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অবসরের ঘোষণা দিয়েছেন। তিনি লিখেছেন, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সতীর্থ ও কোচদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, উৎসাহিত করেছেন এবং অবিস্মরণীয় স্মৃতি তৈরি করেছেন, সে জন্য সবাইকে ধন্যবাদ। যে খেলাটি আমাকে সবকিছু দিয়েছে, আমি তাকে সমর্থন করে যাব এবং উদ্যাপন করব।
ইরফানের অবসরের ঘোষণায় পাকিস্তান দলে অবশ্য কোনো প্রভাব ফেলবে না। কারণ, জাতীয় দলের জার্সিতে ইরফান খেলেছেন ৫ বছর আগে। তবে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গেছেন তিনি। পাকিস্তানের লিস্ট এ প্রতিযোগিতা প্রেসিডেন্ট কাপে খান রিসার্চ ল্যাবরেটরির হয়ে খেলতেন ৪২ বছর বয়সী ইরফান।
পাকিস্তানের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট ৮৬ ম্যাচ খেলেছেন ইরফান। শিকার করেছেন ১০৯ উইকেট। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছিলেন ইরফান।