Dhaka সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানকে উড়িয়ে লিড নিলো বাংলাদেশের মেয়েরা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৪৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ১৮৬ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক :

পাকিস্তানকে উড়িয়ে লিড নিয়ে বাংলাদেশ দেখাল পরিপক্ব, নিয়ন্ত্রিত ও দাপুটে ক্রিকেটের এক চমৎকার উদাহরণ। তার পথ ধরেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেলো বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল।

রোববার (৭ ডিসেম্বর) কক্সবাজারে শুরুতে ব্যাট করে পাকিস্তান সংগ্রহ করে মাত্র ৮৬ রান, উইকেট হারায় আটটি। জবাবে ৩৯ বল হাতে রেখেই ৭ উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল।

এদিন ম্যাচের শুরুতেই পাকিস্তান ব্যাটিংয়ে নেমে অস্বস্তিতে পড়ে যায়। টস জিতে ব্যাট করতে নামার পরই এক বলও খেলার সুযোগ না পেয়ে রান–আউট হয়ে ফিরে যান ওপেনার রাভাইল ফারহান। এই আকস্মিক ধাক্কা কাটিয়ে ওঠার আগেই শুরুর ধাপেই পড়তে থাকে উইকেট। ইমান নাসির কিছুটা আক্রমণাত্মক ছিলেন, কিন্তু অবলম্বন যোগাতে পারেননি কোমাল খান, যিনি কোনো রান না করেই ফিরে যান।

মাত্র ২৪ রানে তিন উইকেট হারানো পাকিস্তান পরে আরও বড় বিপর্যয়ে পড়ে। ইমান ১৬ বলে ২৩ রানের একটি ছোট ঝলক দেখালেও জুফিশান আয়াজ ৩৩ বল খেলেও ১৪ রানের বেশি তুলতে পারেননি। ৩১ রানে পাঁচ উইকেট হারানোর পর সফরকারীদের ইনিংস মূলত থেমে যায় স্থবিরতার মধ্যে। শেষ দিকে মেমুনা খালিদ ও মাহনুর জেব চেষ্টা করেও দলকে সম্মানজনক স্কোরে তুলতে পারেননি। মেমুনার ১৯ ও মাহনুরের ১২ রানে পাকিস্তানের মোট সংগ্রহ দাঁড়ায় মাত্র ৮৬। বাংলাদেশের হয়ে হাবিবা ইসলাম পিংকি ও অতশী মজুমদারের নিষ্ঠুর ধারাবাহিকতা পাকিস্তানের ব্যাটারদের চাপে রেখেছে পুরো পথে।

৮৭ রানের লক্ষ্যে নেমে ২.৩ ওভারে ২ উইকেটে ৮ রানে পরিণত হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। দুই ওপেনার অরিত্রি নির্জনা মণ্ডল (৩) ও সুমাইয়া আক্তার সুবর্ণা (৪) এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। চার নম্বরে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক সাদিয়া ইসলাম। তৃতীয় উইকেটে অচেনা জান্নাত এমন্ত ও সাদিয়া গড়েন ৪৫ রানের জুটি। দশম ওভারের দ্বিতীয় বলে সাদিয়াকে ফিরিয়ে জুটি ভাঙেন মেমুনা খালিদ।

সাদিয়ার বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৯.২ ওভারে ৩ উইকেটে ৫৩ রান। চতুর্থ উইকেটে ৩৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন অচেনা ও মাইমুনা নাহার স্বর্ণামণি। ১৩.৩ ওভারে ৩ উইকেটে ৮৭ রান করে ফেলে স্বাগতিকেরা। ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন সাদিয়া। ২৮ বলের ইনিংসে তিনটি করে চার ও ছক্কা মেরেছেন। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। পাকিস্তানের মাহনুর জেব, রোজিনা আকরাম ও মেমুনা খালিদ একটি করে উইকেট নিয়েছেন।

একই ভেন্যুতে বুধবার সিরিজের চতুর্থ ম্যাচ।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রবাসীদের মোবাইল আনা নিয়ে গুজবের উত্তর দিলেন উপদেষ্টা আসিফ নজরুলের

পাকিস্তানকে উড়িয়ে লিড নিলো বাংলাদেশের মেয়েরা

প্রকাশের সময় : ১২:৪৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

স্পোর্টস ডেস্ক :

পাকিস্তানকে উড়িয়ে লিড নিয়ে বাংলাদেশ দেখাল পরিপক্ব, নিয়ন্ত্রিত ও দাপুটে ক্রিকেটের এক চমৎকার উদাহরণ। তার পথ ধরেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেলো বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল।

রোববার (৭ ডিসেম্বর) কক্সবাজারে শুরুতে ব্যাট করে পাকিস্তান সংগ্রহ করে মাত্র ৮৬ রান, উইকেট হারায় আটটি। জবাবে ৩৯ বল হাতে রেখেই ৭ উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল।

এদিন ম্যাচের শুরুতেই পাকিস্তান ব্যাটিংয়ে নেমে অস্বস্তিতে পড়ে যায়। টস জিতে ব্যাট করতে নামার পরই এক বলও খেলার সুযোগ না পেয়ে রান–আউট হয়ে ফিরে যান ওপেনার রাভাইল ফারহান। এই আকস্মিক ধাক্কা কাটিয়ে ওঠার আগেই শুরুর ধাপেই পড়তে থাকে উইকেট। ইমান নাসির কিছুটা আক্রমণাত্মক ছিলেন, কিন্তু অবলম্বন যোগাতে পারেননি কোমাল খান, যিনি কোনো রান না করেই ফিরে যান।

মাত্র ২৪ রানে তিন উইকেট হারানো পাকিস্তান পরে আরও বড় বিপর্যয়ে পড়ে। ইমান ১৬ বলে ২৩ রানের একটি ছোট ঝলক দেখালেও জুফিশান আয়াজ ৩৩ বল খেলেও ১৪ রানের বেশি তুলতে পারেননি। ৩১ রানে পাঁচ উইকেট হারানোর পর সফরকারীদের ইনিংস মূলত থেমে যায় স্থবিরতার মধ্যে। শেষ দিকে মেমুনা খালিদ ও মাহনুর জেব চেষ্টা করেও দলকে সম্মানজনক স্কোরে তুলতে পারেননি। মেমুনার ১৯ ও মাহনুরের ১২ রানে পাকিস্তানের মোট সংগ্রহ দাঁড়ায় মাত্র ৮৬। বাংলাদেশের হয়ে হাবিবা ইসলাম পিংকি ও অতশী মজুমদারের নিষ্ঠুর ধারাবাহিকতা পাকিস্তানের ব্যাটারদের চাপে রেখেছে পুরো পথে।

৮৭ রানের লক্ষ্যে নেমে ২.৩ ওভারে ২ উইকেটে ৮ রানে পরিণত হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। দুই ওপেনার অরিত্রি নির্জনা মণ্ডল (৩) ও সুমাইয়া আক্তার সুবর্ণা (৪) এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। চার নম্বরে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক সাদিয়া ইসলাম। তৃতীয় উইকেটে অচেনা জান্নাত এমন্ত ও সাদিয়া গড়েন ৪৫ রানের জুটি। দশম ওভারের দ্বিতীয় বলে সাদিয়াকে ফিরিয়ে জুটি ভাঙেন মেমুনা খালিদ।

সাদিয়ার বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৯.২ ওভারে ৩ উইকেটে ৫৩ রান। চতুর্থ উইকেটে ৩৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন অচেনা ও মাইমুনা নাহার স্বর্ণামণি। ১৩.৩ ওভারে ৩ উইকেটে ৮৭ রান করে ফেলে স্বাগতিকেরা। ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন সাদিয়া। ২৮ বলের ইনিংসে তিনটি করে চার ও ছক্কা মেরেছেন। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। পাকিস্তানের মাহনুর জেব, রোজিনা আকরাম ও মেমুনা খালিদ একটি করে উইকেট নিয়েছেন।

একই ভেন্যুতে বুধবার সিরিজের চতুর্থ ম্যাচ।