Dhaka শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাইলট অসুস্থ হওয়ায় বিমান চালান যাত্রী, পরে বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক : 

একটি ছোট বিমানের পাইলট মাঝ আকাশে হঠাৎ অসুস্থ বোধ করেন। এমন অবস্থায় বিমান চালানোর দায়িত্ব নেন একজন নারী যাত্রী। তবে শেষ রক্ষা হয়নি। অবতরণের সময় একটি দ্বীপে বিমানটি বিধ্বস্ত হয়।

শনিবার (১৫ জুলাই) বিকেলে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টিসবারির মার্থাস ভিনইয়ার্ড বিমানবন্দরের কাছে ম্যাসাচুসেটসের একটি দ্বীপে এই ঘটনা ঘটে।

পুলিশের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়, ছয়-সিটের বিমানটির পাইলট বিমানবন্দরের কাছে আসার সময় অসুস্থ হয়ে পড়ে। তখন এক যাত্রী বিমানটি নিয়ন্ত্রণ নিয়ে জোরপূর্বক অবতরণের চেষ্টা করেন। স্থানীয় সময় শনিবার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জোরপূর্বক অবতরণের কারণে বিমানটির বাম পাখা অর্ধেক ভেঙে যায়।

এ ঘটনায় ৬৮ বছর বয়সী ওই নারী যাত্রী সামান্য আহত হয়েছেন। পাইলটকে বিমান থেকে বের করে আনা হয় এবং গুরুতর অবস্থায় তাকে বোস্টনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সময় শনিবারে ২০০৬ পাইপার মেরিডিয়ান বিমানটি বিকেলের আগে নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টি থেকে রওনা হয়েছিল। পাইলট এবং যাত্রী দুজনেই কানেকটিকাটের বাসিন্দা। তবে ওই যাত্রী ও পাইলটের নাম প্রকাশ করা হয়নি। দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় পুলিশ, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন দুর্ঘটনাটি তদন্ত করছে। সূত্র : সিএনএন।

আবহাওয়া

আ.লীগ ও শেখ হাসিনার রাজনীতিক মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন দিল্লিতে : সালাহউদ্দিন আহমদ

পাইলট অসুস্থ হওয়ায় বিমান চালান যাত্রী, পরে বিধ্বস্ত

প্রকাশের সময় : ০৩:০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

একটি ছোট বিমানের পাইলট মাঝ আকাশে হঠাৎ অসুস্থ বোধ করেন। এমন অবস্থায় বিমান চালানোর দায়িত্ব নেন একজন নারী যাত্রী। তবে শেষ রক্ষা হয়নি। অবতরণের সময় একটি দ্বীপে বিমানটি বিধ্বস্ত হয়।

শনিবার (১৫ জুলাই) বিকেলে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টিসবারির মার্থাস ভিনইয়ার্ড বিমানবন্দরের কাছে ম্যাসাচুসেটসের একটি দ্বীপে এই ঘটনা ঘটে।

পুলিশের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়, ছয়-সিটের বিমানটির পাইলট বিমানবন্দরের কাছে আসার সময় অসুস্থ হয়ে পড়ে। তখন এক যাত্রী বিমানটি নিয়ন্ত্রণ নিয়ে জোরপূর্বক অবতরণের চেষ্টা করেন। স্থানীয় সময় শনিবার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জোরপূর্বক অবতরণের কারণে বিমানটির বাম পাখা অর্ধেক ভেঙে যায়।

এ ঘটনায় ৬৮ বছর বয়সী ওই নারী যাত্রী সামান্য আহত হয়েছেন। পাইলটকে বিমান থেকে বের করে আনা হয় এবং গুরুতর অবস্থায় তাকে বোস্টনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সময় শনিবারে ২০০৬ পাইপার মেরিডিয়ান বিমানটি বিকেলের আগে নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টি থেকে রওনা হয়েছিল। পাইলট এবং যাত্রী দুজনেই কানেকটিকাটের বাসিন্দা। তবে ওই যাত্রী ও পাইলটের নাম প্রকাশ করা হয়নি। দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় পুলিশ, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন দুর্ঘটনাটি তদন্ত করছে। সূত্র : সিএনএন।