Dhaka মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষা দিতে এসে গণধোলাই খেয়ে কারাগারে ছাত্রলীগকর্মী

রাজশাহী জেলা প্রতিনিধি : 

রাজশাহীতে পরীক্ষা দিতে এসে গণধোলাই খেয়ে কারাগারে গেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মী শিহাব আল রশিদ গালিব (২৭)। গালিব রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মেডিকেল কলেজের বন্ধগেট এলাকায় তাকে মারধর করা হয়। পরে শিক্ষার্থীরা তাকে পুলিশের হাতে তুলে দেন।

পরীক্ষার্থী গালিব পাবনা সদরের চাকপাইলানপুর গ্রামের বাসিন্দা। এছাড়া তিনি রংপুর মেডিকেল কলেজের ছাত্র। রংপুর মেডিকেল কলেজ থেকে প্রফেশনাল (প্রফ) পরীক্ষা দিতে রাজশাহীতে আসেন তিনি। এর আগে গালিব রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। ছাত্র থাকাকালীন সময়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানান, শৃঙ্খলা ভঙ্গের অপরাধ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালে কলেজটির ডেন্টাল ইউনিট থেকে স্থায়ীভাবে বহিষ্কার হন গালিব। পরে তিনি রংপুর মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে প্রফেশনাল পরীক্ষা দিতে আজ (মঙ্গলবার) রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে আসেন। সকাল সাড়ে ৯টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে তাকে দেখে চিনে ফেলেন সেখানকার কিছু শিক্ষার্থী। সেখানে থেকে তাকে মোটরসাইকেলে তুলে বন্ধগেট এলাকায় নিয়ে মারধর করা হয়। পরে পুলিশ ডেকে তাকে সোপর্দ করেন শিক্ষার্থীরা।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, আওয়ামী লীগ সরকারের পতনের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিহাব আল রশিদের বিরুদ্ধে থানায় একটি মামলা আছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

অপরদিকে, মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে রাজশাহী মেডিকেল কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আবহাওয়া

সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি তরুণীর পা বিচ্ছিন্ন

পরীক্ষা দিতে এসে গণধোলাই খেয়ে কারাগারে ছাত্রলীগকর্মী

প্রকাশের সময় : ০৯:৪১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

রাজশাহী জেলা প্রতিনিধি : 

রাজশাহীতে পরীক্ষা দিতে এসে গণধোলাই খেয়ে কারাগারে গেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মী শিহাব আল রশিদ গালিব (২৭)। গালিব রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মেডিকেল কলেজের বন্ধগেট এলাকায় তাকে মারধর করা হয়। পরে শিক্ষার্থীরা তাকে পুলিশের হাতে তুলে দেন।

পরীক্ষার্থী গালিব পাবনা সদরের চাকপাইলানপুর গ্রামের বাসিন্দা। এছাড়া তিনি রংপুর মেডিকেল কলেজের ছাত্র। রংপুর মেডিকেল কলেজ থেকে প্রফেশনাল (প্রফ) পরীক্ষা দিতে রাজশাহীতে আসেন তিনি। এর আগে গালিব রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। ছাত্র থাকাকালীন সময়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানান, শৃঙ্খলা ভঙ্গের অপরাধ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালে কলেজটির ডেন্টাল ইউনিট থেকে স্থায়ীভাবে বহিষ্কার হন গালিব। পরে তিনি রংপুর মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে প্রফেশনাল পরীক্ষা দিতে আজ (মঙ্গলবার) রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে আসেন। সকাল সাড়ে ৯টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে তাকে দেখে চিনে ফেলেন সেখানকার কিছু শিক্ষার্থী। সেখানে থেকে তাকে মোটরসাইকেলে তুলে বন্ধগেট এলাকায় নিয়ে মারধর করা হয়। পরে পুলিশ ডেকে তাকে সোপর্দ করেন শিক্ষার্থীরা।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, আওয়ামী লীগ সরকারের পতনের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিহাব আল রশিদের বিরুদ্ধে থানায় একটি মামলা আছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

অপরদিকে, মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে রাজশাহী মেডিকেল কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।