Dhaka রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পরিবারের সদস্যদের সামনে তিন নারীকে ধর্ষণের শিকার

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতে পরিবারের সদস্যদের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন তিন নারী। অজ্ঞাত চারজন পুরুষ বাড়িতে ঢুকে এ অপরাধ করেছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) হরিয়ানা রাজ্যের পানিপথ গ্রামে গভীর রাতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, বুধবার গভীর রাতে অভিযুক্ত চার ব্যক্তি ছুরি ও অন্য ধারালো অস্ত্র নিয়ে ভুক্তভোগীদের বাড়িতে প্রবেশ করে। অভিযুক্তরা বাড়িতে ঢুকে পরিবারের পুরুষ সদস্যদের বেঁধে ফেলে। পরে তিন নারীকে ধর্ষণের পর তাদের নগদ অর্থ ও গহনা ছিনিয়ে নেয়। ভুক্তভোগীরা পেশায় শ্রমিক।

জানা গেছে, হরিয়ানার পানিপথ গ্রামে বুধবার গভীর রাতে আরেকটি ঘটনা ঘটেছে। এক বাড়িতে ঢুকে অসুস্থ নারীর ওপর হামলা চালায় কয়েক দুর্বৃত্ত। পরে আহত নারীর মৃত্যু হয়। একই ঘটনায় তার স্বামী আহত হন। সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে ওই ঘটনাটি ঘটে।

দুই ঘটনার মধ্যে যোগসূত্র আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে দ্বিতীয় ঘটনায় একই ব্যক্তিরা জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। এ ঘটনায় দুর্বৃত্তরা ওই ব্যক্তির কাছ থেকে নগদ টাকা ও তার মোবাইল ফোনও ছিনিয়ে নেয়।

পানিপথের মাতলাউদা থানার স্টেশন হাউস অফিসার বিজয় জানান, দুটি ঘটনা একই গ্রামে ঘটেছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। সূত্র : এনডিটিভি।

আবহাওয়া

পরিবারের সদস্যদের সামনে তিন নারীকে ধর্ষণের শিকার

প্রকাশের সময় : ১২:৩৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতে পরিবারের সদস্যদের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন তিন নারী। অজ্ঞাত চারজন পুরুষ বাড়িতে ঢুকে এ অপরাধ করেছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) হরিয়ানা রাজ্যের পানিপথ গ্রামে গভীর রাতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, বুধবার গভীর রাতে অভিযুক্ত চার ব্যক্তি ছুরি ও অন্য ধারালো অস্ত্র নিয়ে ভুক্তভোগীদের বাড়িতে প্রবেশ করে। অভিযুক্তরা বাড়িতে ঢুকে পরিবারের পুরুষ সদস্যদের বেঁধে ফেলে। পরে তিন নারীকে ধর্ষণের পর তাদের নগদ অর্থ ও গহনা ছিনিয়ে নেয়। ভুক্তভোগীরা পেশায় শ্রমিক।

জানা গেছে, হরিয়ানার পানিপথ গ্রামে বুধবার গভীর রাতে আরেকটি ঘটনা ঘটেছে। এক বাড়িতে ঢুকে অসুস্থ নারীর ওপর হামলা চালায় কয়েক দুর্বৃত্ত। পরে আহত নারীর মৃত্যু হয়। একই ঘটনায় তার স্বামী আহত হন। সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে ওই ঘটনাটি ঘটে।

দুই ঘটনার মধ্যে যোগসূত্র আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে দ্বিতীয় ঘটনায় একই ব্যক্তিরা জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। এ ঘটনায় দুর্বৃত্তরা ওই ব্যক্তির কাছ থেকে নগদ টাকা ও তার মোবাইল ফোনও ছিনিয়ে নেয়।

পানিপথের মাতলাউদা থানার স্টেশন হাউস অফিসার বিজয় জানান, দুটি ঘটনা একই গ্রামে ঘটেছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। সূত্র : এনডিটিভি।