Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পন্ত-গিলের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের টার্গেট ৫১৫ রান

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:২৩:২২ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ২০৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ঋষভ পন্ত ও শুভমান গিলের জোড়া সেঞ্চুরিতে চেন্নাই টেস্টে বাংলাদেশকে ৫১৫ রানের পাহাড়সম লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। জিততে হলে ইতিহাস গড়তে হবে সফরকারীদের। টেস্টে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জেতার রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের।

দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগেই ইনিংস ঘোষণা করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ২২৭ রানে এগিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে তুলেছে ২৮৭ রান। সব মিলিয়ে তাদের লিড হলো ৫১৪ রান। পন্ত ১০৯ রানে ফিরলেও ১১৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অপরাজিত থাকেন গিল।

চেন্নাই টেস্টে দ্বিতীয় দিনই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। আজ তৃতীয় দিন বাংলাদেশ দলকে কত বড় লক্ষ্য ছুড়ে দেবে তারা, সেটাই ছিল দেখার। গতকাল ৩০৮ রানে এগিয়ে থেকে আজ ব্যাটিংয়ে নেমে দ্রুত রান বাড়াতে থাকেন ভারতের ব্যাটাররা।

৪১ ওভার ব্যাটিং করে আজ ভারত রান তুলেছে ৫.০২ হারে। পন্ত ও গিলের অসাধারণ ব্যাটিংয়ের সামনে একরকম অসহায় ছিলেন বাংলাদেশের বোলাররা। দিনের প্রথম সেশন কোনো উইকেটে নিতে পারেননি তাঁরা। দ্বিতীয় সেশনে পন্তকে ফিরিয়ে ১৬৭ রানের চতুর্থ উইকেট জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ।

২১ মাস পর লাল বলে পন্তের ফেরা হলো রাজকীয়। ১২৮ বলে ১৩টি চার ও ৪টি ছক্কায় খেলেছেন ১০৯ রানের দুর্দান্ত এক ইনিংস। টেস্টে এটি তাঁর ষষ্ঠ সেঞ্চুরি। লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন গিল। ১৭৬ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। ২২ রানে অপরাজিত থাকেন রাহুল।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দ্বিতীয় ৬৭ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল ভারত। চতুর্থ উইকেটে পন্ত-গিলের জুটির সৌজন্যে সেই ধাক্কা সামলে ওঠে তারা। বাংলাদেশের বোলারদের মধ্যে মিরাজ দুটি, একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

পন্ত-গিলের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের টার্গেট ৫১৫ রান

প্রকাশের সময় : ০২:২৩:২২ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

ঋষভ পন্ত ও শুভমান গিলের জোড়া সেঞ্চুরিতে চেন্নাই টেস্টে বাংলাদেশকে ৫১৫ রানের পাহাড়সম লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। জিততে হলে ইতিহাস গড়তে হবে সফরকারীদের। টেস্টে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জেতার রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের।

দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগেই ইনিংস ঘোষণা করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ২২৭ রানে এগিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে তুলেছে ২৮৭ রান। সব মিলিয়ে তাদের লিড হলো ৫১৪ রান। পন্ত ১০৯ রানে ফিরলেও ১১৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অপরাজিত থাকেন গিল।

চেন্নাই টেস্টে দ্বিতীয় দিনই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। আজ তৃতীয় দিন বাংলাদেশ দলকে কত বড় লক্ষ্য ছুড়ে দেবে তারা, সেটাই ছিল দেখার। গতকাল ৩০৮ রানে এগিয়ে থেকে আজ ব্যাটিংয়ে নেমে দ্রুত রান বাড়াতে থাকেন ভারতের ব্যাটাররা।

৪১ ওভার ব্যাটিং করে আজ ভারত রান তুলেছে ৫.০২ হারে। পন্ত ও গিলের অসাধারণ ব্যাটিংয়ের সামনে একরকম অসহায় ছিলেন বাংলাদেশের বোলাররা। দিনের প্রথম সেশন কোনো উইকেটে নিতে পারেননি তাঁরা। দ্বিতীয় সেশনে পন্তকে ফিরিয়ে ১৬৭ রানের চতুর্থ উইকেট জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ।

২১ মাস পর লাল বলে পন্তের ফেরা হলো রাজকীয়। ১২৮ বলে ১৩টি চার ও ৪টি ছক্কায় খেলেছেন ১০৯ রানের দুর্দান্ত এক ইনিংস। টেস্টে এটি তাঁর ষষ্ঠ সেঞ্চুরি। লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন গিল। ১৭৬ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। ২২ রানে অপরাজিত থাকেন রাহুল।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দ্বিতীয় ৬৭ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল ভারত। চতুর্থ উইকেটে পন্ত-গিলের জুটির সৌজন্যে সেই ধাক্কা সামলে ওঠে তারা। বাংলাদেশের বোলারদের মধ্যে মিরাজ দুটি, একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা।