পদ্মা নদীতে ইলিশ মাছ ছাড়াও বড় বড় মাছ পাওয়া যায়। মাঝে মধ্যেই পদ্মায় জেলেদের জালে বড় মাছ ধরা পড়ে। এবার তেমনি ২৫ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে এক জেলের জালে।
শুক্রবার ভোরে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকার স্থানীয় জেলে হযরত আলী মণ্ডলের জালে ধরা পড়ে মাছটি।
জেলে হযরত আলী মণ্ডল এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে কয়েকজন মিলে দৌলতদিয়ায় পদ্মা নদীর ৬ নম্বর ফেরিঘাট এলাকায় জাল ফেলি। এর কিছু সময় পরই জালে জোরে ধাক্কা অনুভব করি। সে সময় বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে জাল উঠালে ২৫ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরা পড়ে।
আরও পড়ুন : লঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা স্কুল শিক্ষিকার
এরপর সকালে দৌলতদিয়া মাছ বাজারের রওশন মোল্লার মাছের আড়তে মাছটি তোলা হয়। পরে মাছটি কিনে নেন চান্দু মোল্লা। তিনি বলেন, জেলে ওয়াছেলের কাছ থেকে ৯০০ টাকা কেজি দরে মাছটি ২২ হাজার ৫০০ টাকায় কিনে নিই। ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার টাকা কেজিতে বিক্রি করা হয়েছে এটি।