মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে শরীয়তপুরের মাঝিরকান্দিঘাট যাওয়ার সময় একটি লঞ্চ ডুবে যাচ্ছিলো। পদ্মায় ডুবতে বসা ওই লঞ্চ থেকে তিন শ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
এমভি মালেক দরবেশ-১ নামে লঞ্চটি ডোবার আগে যাত্রীদের উদ্ধার করা না গেলে অনেক প্রাণহানি ঘটতো বলে কোস্ট গার্ড জানায়।
শুক্রবার সকালে জাজিরা পয়েন্টে পদ্মাসেতুর পিলারের কাছে এ ঘটনা ঘটে। দুপুরে মাওয়া কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা হায়াত ইবনে সিদ্দিক জানান, ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নেওয়ায় লঞ্চটি ডুবে যাচ্ছিল।
আরও পড়ুন : শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ড্রেজিং নিয়ে ক্ষোভ বিস্ময়!
কোস্টগার্ড সদস্যরা লঞ্চের তিন শ যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছেন। পরে তাদের অন্য লঞ্চে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) শিমুলিয়া ঘাটের সহকারী পরিচালক মো. শাহদাত হোসেন বলেন, লঞ্চটির ধারণ ক্ষমতা ছিল ১৫০ জন কিন্তু নেওয়া হয়েছিল ১৬৫ জন।