Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা সেতুতে ৪ ঘণ্টায় টোল আদায় ৩ লাখ ৪০ হাজার টাকা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
  • ১৮৩ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

সেতু বিভাগ থেকে অনুমতি পাওয়ার পর বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে স্বপ্নের পদ্মা সেতুতে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে মোটরসাইকেল চলাচল। এদিন সকাল ৬টা থেকে শুরু হয়ে সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ৩ হাজার ৩০০ মোটরসাইকেল পার হয়েছে। যার বিপরীতে ৩ লাখ ৪০ হাজার টাকা টোল আদায় করেছে। জাজিরা প্রান্ত দিয়ে সর্বশেষ আরও ১০০ মোটরসাইকেল চলাচলের খবর পাওয়া গেছে।

মুন্সিগঞ্জে পদ্মা সেতু দিয়ে বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত তিন হাজার মোটরসাইকেল পার হয়েছে। সেতু বিভাগের যুগ্ম সচিব মো. ভিখারুদ্দোলা চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রথমে একটি বুথ দিয়ে টোল আদায়ের পরিকল্পনা থাকলেও চাপ থাকায় আজ দুটি বুথে টোল আদায় করা হচ্ছে। প্রতি মিনিটে টোল দিতে পারছে ২৫-৩০টি মোটরসাইকেলে। প্রথম আড়াই ঘণ্টায় সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত তিন হাজার মোটরসাইকেল সেতু পাড়ি দিয়েছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী বলেন, বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোর থেকেই পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল আরোহীরা চলাচল করেছেন। এখন পর্যন্ত সেতু দিয়ে প্রায় ৩ হাজার ৪০০ মোটরসাইকেল চলাচল করেছে। এতে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৪০ হাজার টাকা।

তিনি আরও জানান, মোটরসাইকেলগুলো এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবে চলাচল করছে। চালকদের প্রতি যে ছয়টি নির্দেশনা দেওয়া হয়েছে। তা তাদের অবশ্যই মেনে চলতে হবে।

এদিকে সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন জানিয়েছেন, পদ্মা সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল চলাচলে অনুমতির ক্ষেত্রে যেসব শর্ত দেওয়া হয়েছে, সেগুলো মানা হলে ঈদের পরও মোটরসাইকেল চলতে দেওয়া হবে।

দীর্ঘ সাড়ে ৯ মাস বন্ধ থাকার পর স্বপ্নের পদ্মা সেতুতে আবারও মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটে মুন্সিগঞ্জের মাওয়া টোলপ্লাজা থেকে শুরু হয় সেতুতে মোটরসাইকেল চলাচল।

পদ্মা সেতু উত্তর থানা মোড় থেকে সারিবদ্ধভাবে টোলপ্লাজায় পৌঁছে নির্ধারিত টোল দিয়ে সেতুতে উঠতে পারছেন মোটরসাইকেল আরোহীরা। ডেডিকেটেড লেনসহ মাওয়া টোলপ্লাজার দুটি বুথ দিয়ে আদায় করা হচ্ছে টোল।

সরেজমিন দেখা যায়, ঈদকে কেন্দ্র করে সেতু পারাপারে মাওয়া টোলপ্লাজা থেকে অভিমুখের সড়কজুড়ে রয়েছে হাজারও মোটরসাইকেলের উপস্থিতি। গভীর রাত থেকে সেতু পারাপারের জন্য মোটরসাইকেল নিয়ে টোলপ্লাজার অভিমুখের সড়কে অবস্থান নেন মোটরসাইকেল আরোহীরা। দীর্ঘদিন পর সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। এসময় একে অন্যকে নিয়ম মানার বিষয়ে উৎসাহ দেওয়ার চিত্র দেখা যায়।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় টোলপ্লাজায় পুলিশ, ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার চিত্র দেখা যায়নি।

খুলনাগামী মো. সোহানা নামে এক মোটরসাইকেল আরোহী বলেন, সেতুতে মোটরসাইকেল খুলে দেওয়ায় আমরা খুব খুশি। সবাই এখন থেকে নিয়ম মেনে মোটরসাইকেল চালাবো। সে ক্ষেত্রে আমাদের আর কোনো দুর্ভোগ হতে হবে না।

মোহাম্মদ সুরুজ মিয়া নামে আরেক মোটরসাইকেলচালক বলেন, ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি, এমনিতেই আনন্দ লাগছে। পদ্মা সেতুতে মোটরসাইকেল দিয়ে যাচ্ছি। আনন্দের নতুন একটি মাত্রা যোগ হলো। আমাদের আনন্দটা অনেক বেশি গুণ বেড়ে গেলো।

পদ্মা সেতু দিয়ে নদী পাড় হতে আসা মোটরসাইকেল আরোহী সাব্বির বলেন, ভোরে ঢাকা থেকে রওনা হয়ে পদ্মা সেতুর টোল প্লাজায় এসেছি। প্রচুর ভিড়। সেতুতে উঠবো বলে ৩০ মিনিটের বেশি সময় ধরে অপেক্ষা করছি।

মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হতে টঙ্গী থেকে এসেছেন আসাদুজ্জামান। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় দীর্ঘ ভিড় দেখে তিনি এসেছেন ফেরিতে পদ্মা পাড়ি দিতে। কিন্তু পর্যাপ্ত সংখ্যক যাত্রী না হওয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ও সাত্তার মাদবর-মঙ্গল মাঝির ঘাটের ব্যবস্থাপক জামাল বলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় ফেরিতে কোনো গাড়ি বা যাত্রী নেই বলে ফেরি ঘাটে পড়ে রয়েছে। কর্তৃপক্ষ সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কলমিলতা ও কুঞ্জলতা ফেরি ঘাটেই থাকবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফরিদপুর-বরিশাল মহাসড়ক চার লেন দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন 

পদ্মা সেতুতে ৪ ঘণ্টায় টোল আদায় ৩ লাখ ৪০ হাজার টাকা

প্রকাশের সময় : ১২:০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

সেতু বিভাগ থেকে অনুমতি পাওয়ার পর বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে স্বপ্নের পদ্মা সেতুতে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে মোটরসাইকেল চলাচল। এদিন সকাল ৬টা থেকে শুরু হয়ে সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ৩ হাজার ৩০০ মোটরসাইকেল পার হয়েছে। যার বিপরীতে ৩ লাখ ৪০ হাজার টাকা টোল আদায় করেছে। জাজিরা প্রান্ত দিয়ে সর্বশেষ আরও ১০০ মোটরসাইকেল চলাচলের খবর পাওয়া গেছে।

মুন্সিগঞ্জে পদ্মা সেতু দিয়ে বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত তিন হাজার মোটরসাইকেল পার হয়েছে। সেতু বিভাগের যুগ্ম সচিব মো. ভিখারুদ্দোলা চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রথমে একটি বুথ দিয়ে টোল আদায়ের পরিকল্পনা থাকলেও চাপ থাকায় আজ দুটি বুথে টোল আদায় করা হচ্ছে। প্রতি মিনিটে টোল দিতে পারছে ২৫-৩০টি মোটরসাইকেলে। প্রথম আড়াই ঘণ্টায় সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত তিন হাজার মোটরসাইকেল সেতু পাড়ি দিয়েছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী বলেন, বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোর থেকেই পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল আরোহীরা চলাচল করেছেন। এখন পর্যন্ত সেতু দিয়ে প্রায় ৩ হাজার ৪০০ মোটরসাইকেল চলাচল করেছে। এতে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৪০ হাজার টাকা।

তিনি আরও জানান, মোটরসাইকেলগুলো এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবে চলাচল করছে। চালকদের প্রতি যে ছয়টি নির্দেশনা দেওয়া হয়েছে। তা তাদের অবশ্যই মেনে চলতে হবে।

এদিকে সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন জানিয়েছেন, পদ্মা সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল চলাচলে অনুমতির ক্ষেত্রে যেসব শর্ত দেওয়া হয়েছে, সেগুলো মানা হলে ঈদের পরও মোটরসাইকেল চলতে দেওয়া হবে।

দীর্ঘ সাড়ে ৯ মাস বন্ধ থাকার পর স্বপ্নের পদ্মা সেতুতে আবারও মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটে মুন্সিগঞ্জের মাওয়া টোলপ্লাজা থেকে শুরু হয় সেতুতে মোটরসাইকেল চলাচল।

পদ্মা সেতু উত্তর থানা মোড় থেকে সারিবদ্ধভাবে টোলপ্লাজায় পৌঁছে নির্ধারিত টোল দিয়ে সেতুতে উঠতে পারছেন মোটরসাইকেল আরোহীরা। ডেডিকেটেড লেনসহ মাওয়া টোলপ্লাজার দুটি বুথ দিয়ে আদায় করা হচ্ছে টোল।

সরেজমিন দেখা যায়, ঈদকে কেন্দ্র করে সেতু পারাপারে মাওয়া টোলপ্লাজা থেকে অভিমুখের সড়কজুড়ে রয়েছে হাজারও মোটরসাইকেলের উপস্থিতি। গভীর রাত থেকে সেতু পারাপারের জন্য মোটরসাইকেল নিয়ে টোলপ্লাজার অভিমুখের সড়কে অবস্থান নেন মোটরসাইকেল আরোহীরা। দীর্ঘদিন পর সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। এসময় একে অন্যকে নিয়ম মানার বিষয়ে উৎসাহ দেওয়ার চিত্র দেখা যায়।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় টোলপ্লাজায় পুলিশ, ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার চিত্র দেখা যায়নি।

খুলনাগামী মো. সোহানা নামে এক মোটরসাইকেল আরোহী বলেন, সেতুতে মোটরসাইকেল খুলে দেওয়ায় আমরা খুব খুশি। সবাই এখন থেকে নিয়ম মেনে মোটরসাইকেল চালাবো। সে ক্ষেত্রে আমাদের আর কোনো দুর্ভোগ হতে হবে না।

মোহাম্মদ সুরুজ মিয়া নামে আরেক মোটরসাইকেলচালক বলেন, ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি, এমনিতেই আনন্দ লাগছে। পদ্মা সেতুতে মোটরসাইকেল দিয়ে যাচ্ছি। আনন্দের নতুন একটি মাত্রা যোগ হলো। আমাদের আনন্দটা অনেক বেশি গুণ বেড়ে গেলো।

পদ্মা সেতু দিয়ে নদী পাড় হতে আসা মোটরসাইকেল আরোহী সাব্বির বলেন, ভোরে ঢাকা থেকে রওনা হয়ে পদ্মা সেতুর টোল প্লাজায় এসেছি। প্রচুর ভিড়। সেতুতে উঠবো বলে ৩০ মিনিটের বেশি সময় ধরে অপেক্ষা করছি।

মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হতে টঙ্গী থেকে এসেছেন আসাদুজ্জামান। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় দীর্ঘ ভিড় দেখে তিনি এসেছেন ফেরিতে পদ্মা পাড়ি দিতে। কিন্তু পর্যাপ্ত সংখ্যক যাত্রী না হওয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ও সাত্তার মাদবর-মঙ্গল মাঝির ঘাটের ব্যবস্থাপক জামাল বলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় ফেরিতে কোনো গাড়ি বা যাত্রী নেই বলে ফেরি ঘাটে পড়ে রয়েছে। কর্তৃপক্ষ সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কলমিলতা ও কুঞ্জলতা ফেরি ঘাটেই থাকবে।