Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন পাকিস্তান কোচ কারস্টেন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:১১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ১৮৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

নিয়োগের পর চার মাসও পেরোয়নি। এরইমাঝে পাকিস্তান ক্রিকেটের সাদা বলেন কোচের পদ থেকে পদত্যাগ করছেন গ্যারি কারস্টেন। পাকিস্তান ক্রিকেটে সাদা বলের নতুন অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানের নাম ঘোষণার একদিন পরেই জানা গেল, পাকিস্তান ক্রিকেটে কোচের পদ থেকে পদত্যাগ করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার এবং বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেন।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো তাদের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গুঞ্জন গ্যারি কারস্টেনের বিদায়টা ছিল সময়ের ব্যাপার। রোববার (২৭ অক্টোবর) পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। তবে সোমবার (২৮ অক্টোবর) অস্ট্রেলিয়াগামী পাকিস্তান দলে কার্স্টেনের না থাকাই চূড়ান্ত করে দেয় সবকিছু।

২০২৪ সালের এপ্রিল মাসে দুই বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন। সিলেকশন ক্ষমতা বাতিল হওয়ার পর থেকেই পাকিস্তানের নতুন কোচ কারস্টেন, জেসন গিলেস্পি ও বোর্ডের মধ্যে ঝামেলার সূত্রপাত। কোচরা বাদে সেই ক্ষমতা এখন শুধু নির্বাচক কমিটির হাতে। গিলেস্পি তৃতীয় টেস্টের আগে এই ঘটনা নিয়ে নিজের বিস্ময় লুকিয়ে রাখতে পারেননি। বলেছেন, এখন তিনি কেবল ম্যাচ-ডে বিশ্লেষক এবং এর জন্য চুক্তিবদ্ধ হননি। কারস্টেন অবশ্য জনসম্মুখে কোনও মন্তব্য করেননি।

ক্রিকবাজের প্রতিবেদনে জানিয়েছে, নতুন দল এবং সীমিত ওভারের নতুন অধিনায়ক ঘোষণার ক্ষেত্রে কারস্টেন তার মতামত দেওয়ার জন্য আগ্রহী ছিলেন। কিন্তু যখন নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের নাম সংবাদ সম্মেলনে ঘোষণা করা হলো তখন পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভির সঙ্গে ছিলেন নতুন নির্বাচনি কমিটির সদস্য আকিব জাভেদ। এমন সিদ্ধান্তের সময় কারস্টেন তখন দেশেও ছিলেন না। ধারনা করা হয়েছে বোর্ডের নির্বাচক কমিটির এমন সিদ্ধান্তে সরে দাড়িয়েছেন তিনি।

গতকাল অস্ট্রলিয়া ও জিম্বাবোয়ে সফরের মোট চারটি সীমিত ওভারের সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। পিসিবি সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়ক বেছে নিয়েছে মোহাম্মদ রিজওয়ানকে। আজই প্রথম দফায় বেশ কিছু তারকা মেলবোর্নে পৌঁছে যাওয়ার কথা। ওয়ানডে স্কোয়াডের বাকি সদস্যদের অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা মঙ্গলবার।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, সোমবার মেলবোর্নে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন কোচ গ্যারি কারস্টেন। তবে ক্রিকবাজের খবর এই যে, সম্ভবত অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দলের সঙ্গে দেখা যাবে না গ্যারিকে। এমনকি জিম্বাবোয়ে সফরেও অনুপস্থিত থাকতে পারেন কারস্টেন।

সম্প্রতি পাকিস্তানের ক্রিকেটে চলছে সার্কাস। কোন কিছু হলেই ক্রিকেটার থেকে নির্বাচকের সরিয়ে ফেলা না হয় পদত্যাগ। তারই সূত্রধরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে নির্বাচক কমিটি থেকে সরিয়ে দেয়া হয় ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাককে। তবে কমিটিতে জায়গা ধরে রাখেন মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিক। একই সঙ্গে দল নির্বাচনে এ দুজনের সঙ্গে দলের প্রধান কোচ এবং অধিনায়কের ভূমিকা থাকবে বলেও জানানো হয়েছিলো।

এদিকে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর আবার নির্বাচক কমিটিতে পরিবর্তন আনা হয়েছে। সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ ইউসুফ, এরপর কমিটিতে সদস্য বাড়ানো হয়েছে, হাসান চিমা, আকিব জাভেদ, আজহার আলীর সঙ্গে এ কমিটিতে ঢুকেছেন আম্পায়ার আলিম দারও।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

পদত্যাগ করলেন পাকিস্তান কোচ কারস্টেন

প্রকাশের সময় : ০১:১১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

নিয়োগের পর চার মাসও পেরোয়নি। এরইমাঝে পাকিস্তান ক্রিকেটের সাদা বলেন কোচের পদ থেকে পদত্যাগ করছেন গ্যারি কারস্টেন। পাকিস্তান ক্রিকেটে সাদা বলের নতুন অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানের নাম ঘোষণার একদিন পরেই জানা গেল, পাকিস্তান ক্রিকেটে কোচের পদ থেকে পদত্যাগ করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার এবং বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেন।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো তাদের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গুঞ্জন গ্যারি কারস্টেনের বিদায়টা ছিল সময়ের ব্যাপার। রোববার (২৭ অক্টোবর) পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। তবে সোমবার (২৮ অক্টোবর) অস্ট্রেলিয়াগামী পাকিস্তান দলে কার্স্টেনের না থাকাই চূড়ান্ত করে দেয় সবকিছু।

২০২৪ সালের এপ্রিল মাসে দুই বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন। সিলেকশন ক্ষমতা বাতিল হওয়ার পর থেকেই পাকিস্তানের নতুন কোচ কারস্টেন, জেসন গিলেস্পি ও বোর্ডের মধ্যে ঝামেলার সূত্রপাত। কোচরা বাদে সেই ক্ষমতা এখন শুধু নির্বাচক কমিটির হাতে। গিলেস্পি তৃতীয় টেস্টের আগে এই ঘটনা নিয়ে নিজের বিস্ময় লুকিয়ে রাখতে পারেননি। বলেছেন, এখন তিনি কেবল ম্যাচ-ডে বিশ্লেষক এবং এর জন্য চুক্তিবদ্ধ হননি। কারস্টেন অবশ্য জনসম্মুখে কোনও মন্তব্য করেননি।

ক্রিকবাজের প্রতিবেদনে জানিয়েছে, নতুন দল এবং সীমিত ওভারের নতুন অধিনায়ক ঘোষণার ক্ষেত্রে কারস্টেন তার মতামত দেওয়ার জন্য আগ্রহী ছিলেন। কিন্তু যখন নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের নাম সংবাদ সম্মেলনে ঘোষণা করা হলো তখন পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভির সঙ্গে ছিলেন নতুন নির্বাচনি কমিটির সদস্য আকিব জাভেদ। এমন সিদ্ধান্তের সময় কারস্টেন তখন দেশেও ছিলেন না। ধারনা করা হয়েছে বোর্ডের নির্বাচক কমিটির এমন সিদ্ধান্তে সরে দাড়িয়েছেন তিনি।

গতকাল অস্ট্রলিয়া ও জিম্বাবোয়ে সফরের মোট চারটি সীমিত ওভারের সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। পিসিবি সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়ক বেছে নিয়েছে মোহাম্মদ রিজওয়ানকে। আজই প্রথম দফায় বেশ কিছু তারকা মেলবোর্নে পৌঁছে যাওয়ার কথা। ওয়ানডে স্কোয়াডের বাকি সদস্যদের অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা মঙ্গলবার।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, সোমবার মেলবোর্নে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন কোচ গ্যারি কারস্টেন। তবে ক্রিকবাজের খবর এই যে, সম্ভবত অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দলের সঙ্গে দেখা যাবে না গ্যারিকে। এমনকি জিম্বাবোয়ে সফরেও অনুপস্থিত থাকতে পারেন কারস্টেন।

সম্প্রতি পাকিস্তানের ক্রিকেটে চলছে সার্কাস। কোন কিছু হলেই ক্রিকেটার থেকে নির্বাচকের সরিয়ে ফেলা না হয় পদত্যাগ। তারই সূত্রধরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে নির্বাচক কমিটি থেকে সরিয়ে দেয়া হয় ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাককে। তবে কমিটিতে জায়গা ধরে রাখেন মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিক। একই সঙ্গে দল নির্বাচনে এ দুজনের সঙ্গে দলের প্রধান কোচ এবং অধিনায়কের ভূমিকা থাকবে বলেও জানানো হয়েছিলো।

এদিকে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর আবার নির্বাচক কমিটিতে পরিবর্তন আনা হয়েছে। সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ ইউসুফ, এরপর কমিটিতে সদস্য বাড়ানো হয়েছে, হাসান চিমা, আকিব জাভেদ, আজহার আলীর সঙ্গে এ কমিটিতে ঢুকেছেন আম্পায়ার আলিম দারও।