Dhaka রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পতেঙ্গায় লরি থেকে কন্টেইনার পড়ে রিকশার দুই যাত্রী নিহত

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার পতেঙ্গা স্টিল মিল খালপাড় এলাকায় লরি থেকে পড়ে যাওয়া কনটেইনারচাপায় দুই রিকশা আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বুধবার (১০ মে) বেলা ১২টার দিকে পতেঙ্গা থানার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রিকশার ওপর কনটেইনার ছিটকে পড়লে রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। পরে ক্রেন দিয়ে কনটেইনারটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর বিমানবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, কনটেইনার ছিটকে পড়ার সংবাদ পেয়ে দুটি স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। নৌবাহিনীর একটি ক্রেনের সহায়তা কনটেইনারটি সরানো হয়েছে।

তিনি আরও বলেন, একটি রিকশাকে ক্রস করা সময় লরির ওপর থাকা কনটেইনার ছিটকে রিকশার ওপর পড়ে। এতে রিকশায় থাকা দুজন ঘটনাস্থলে মারা যান। এছাড়া গুরুতর আহত হন রিকশাচালক। লরিচালকের অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, দুপুর ১২টার দিকে শিপইয়ার্ড থেকে কন্টেইনার নিয়ে বের হাওয়ার সময় লরি থেকে একটি বড় কন্টেইনার রিকশার ওপরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। এছাড়া একজন পথচারী আহত হন। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এখনো মারা যাওয়া দুই জন এবং আহতের নাম পরিচয় জানা যায়নি।

এদিকে কনটেইনার ছিটকে সড়কে পড়ার উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। তারা জানান এই এলাকায় প্রায় সময় এ ধরনের ঘটনা ঘটে। তবে হতাহতের ঘটনা না ঘটায় সেগুলো অনেক সময় প্রকাশ পায় না।

ঘটনাস্থলে আসা আলী আহমদ নামে এক যুবক বলেন, লরিতে অনেক সময় কনটেইনার ভালোভাবে বাঁধা থাকে না। আবার এই এলাকার সড়কের উল্লেখযোগ্য অংশে গর্ত রয়েছে। এ কারণে দুর্ঘটনা ঘটে। এভাবে অসতর্কতার কারণে দুর্ঘটনা কাম্য নয়। রিকশায় থাকা দুজন কী জানতেন তাদের মৃত্যু এভাবে হবে? এখন এ ঘটনার দায়ভার কে নেবে?

জনপ্রিয় খবর

আবহাওয়া

কেয়ামত পর্যন্ত জামায়াত ক্ষমতায় আসতে পারবে না : গয়েশ্বর

পতেঙ্গায় লরি থেকে কন্টেইনার পড়ে রিকশার দুই যাত্রী নিহত

প্রকাশের সময় : ০৩:২১:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার পতেঙ্গা স্টিল মিল খালপাড় এলাকায় লরি থেকে পড়ে যাওয়া কনটেইনারচাপায় দুই রিকশা আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বুধবার (১০ মে) বেলা ১২টার দিকে পতেঙ্গা থানার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রিকশার ওপর কনটেইনার ছিটকে পড়লে রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। পরে ক্রেন দিয়ে কনটেইনারটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর বিমানবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, কনটেইনার ছিটকে পড়ার সংবাদ পেয়ে দুটি স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। নৌবাহিনীর একটি ক্রেনের সহায়তা কনটেইনারটি সরানো হয়েছে।

তিনি আরও বলেন, একটি রিকশাকে ক্রস করা সময় লরির ওপর থাকা কনটেইনার ছিটকে রিকশার ওপর পড়ে। এতে রিকশায় থাকা দুজন ঘটনাস্থলে মারা যান। এছাড়া গুরুতর আহত হন রিকশাচালক। লরিচালকের অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, দুপুর ১২টার দিকে শিপইয়ার্ড থেকে কন্টেইনার নিয়ে বের হাওয়ার সময় লরি থেকে একটি বড় কন্টেইনার রিকশার ওপরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। এছাড়া একজন পথচারী আহত হন। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এখনো মারা যাওয়া দুই জন এবং আহতের নাম পরিচয় জানা যায়নি।

এদিকে কনটেইনার ছিটকে সড়কে পড়ার উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। তারা জানান এই এলাকায় প্রায় সময় এ ধরনের ঘটনা ঘটে। তবে হতাহতের ঘটনা না ঘটায় সেগুলো অনেক সময় প্রকাশ পায় না।

ঘটনাস্থলে আসা আলী আহমদ নামে এক যুবক বলেন, লরিতে অনেক সময় কনটেইনার ভালোভাবে বাঁধা থাকে না। আবার এই এলাকার সড়কের উল্লেখযোগ্য অংশে গর্ত রয়েছে। এ কারণে দুর্ঘটনা ঘটে। এভাবে অসতর্কতার কারণে দুর্ঘটনা কাম্য নয়। রিকশায় থাকা দুজন কী জানতেন তাদের মৃত্যু এভাবে হবে? এখন এ ঘটনার দায়ভার কে নেবে?