Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে পুকুরে ডুবে স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু

পঞ্চগড় জেলা প্রতিনিধি : 

পঞ্চগড়ের সদর ও বোদা উপজেলায় পুকুরে ডুবে স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুলাই) সদর উপজেলা পরিষদ এলাকায় এবং বোদা উপজেলায় কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালেশ্বরপাড়া গ্রামে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পঞ্চগড় পৌর এলাকার ডোকরোপাড় মহল্লার বাবুল হোসনের ছেলে ইদ্রিস আলী তামিম (১৪) এবং বোদা উপজেলায় কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালেশ্বরপাড়া গ্রামের দিলজান নেছা (৭৫)।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, তামিমসহ তার তিন বন্ধু কেউই সাঁতার না জানায় সদর উপজেলা পরিষদের পুকুরের পাড় ঘেঁষে গোসল করছিল। এক পর্যায়ে তিনজনই গভীর পানির দিকে গেলে সবাই তলিয়ে যেতে শুরু করে। এ সময় বাকি দুই বন্ধু কোন মতে পাড়ে উঠতে পারলেও তলিয়ে যায় তামিম। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুঁটে এসে খোঁজাখুঁজি শুরু করে ফায়ার সার্ভিসে খবর দেয়।

তিনি বলেন, পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে তামিমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তামিম করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের নবম শ্রেণির ছাত্র ছিল।

বোদা থানার ওসি মোজাম্মেল হক বলেন, ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে থেকে ফেরার পথে এ বাড়ির পুকুরের পানিতে পড়ে যান দিলজান নেছা। সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

পঞ্চগড়ে পুকুরে ডুবে স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু

প্রকাশের সময় : ১০:৫১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪

পঞ্চগড় জেলা প্রতিনিধি : 

পঞ্চগড়ের সদর ও বোদা উপজেলায় পুকুরে ডুবে স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুলাই) সদর উপজেলা পরিষদ এলাকায় এবং বোদা উপজেলায় কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালেশ্বরপাড়া গ্রামে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পঞ্চগড় পৌর এলাকার ডোকরোপাড় মহল্লার বাবুল হোসনের ছেলে ইদ্রিস আলী তামিম (১৪) এবং বোদা উপজেলায় কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালেশ্বরপাড়া গ্রামের দিলজান নেছা (৭৫)।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, তামিমসহ তার তিন বন্ধু কেউই সাঁতার না জানায় সদর উপজেলা পরিষদের পুকুরের পাড় ঘেঁষে গোসল করছিল। এক পর্যায়ে তিনজনই গভীর পানির দিকে গেলে সবাই তলিয়ে যেতে শুরু করে। এ সময় বাকি দুই বন্ধু কোন মতে পাড়ে উঠতে পারলেও তলিয়ে যায় তামিম। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুঁটে এসে খোঁজাখুঁজি শুরু করে ফায়ার সার্ভিসে খবর দেয়।

তিনি বলেন, পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে তামিমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তামিম করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের নবম শ্রেণির ছাত্র ছিল।

বোদা থানার ওসি মোজাম্মেল হক বলেন, ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে থেকে ফেরার পথে এ বাড়ির পুকুরের পানিতে পড়ে যান দিলজান নেছা। সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।