নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পঞ্চগড়-১ (সদর, তেতুলিয়া ও আটোয়ারী) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার (১৬ নভেম্বর) বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে সারজিস আলম মনোনয়ন ফরম নেওয়ার সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিল সহকারে এনসিপি কার্যালয়ে প্রবেশ করেন সারজিস।
পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে সারজিস আলম প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আজকের দিনটি আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। কারণ আমি যে আসনের জন্য মনোনয়ন ফরম নিয়েছি, সেখানে আমার নাড়ি পোঁতা। আমার শৈশব ও কৈশোর কেটেছে। আমি মনে করি জন্মস্থান হিসেবে আসনের মানুষের প্রতি আমার দায়িত্ব রয়েছে। এর আগে পঞ্চগড়ের অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়নে আমরা কোনও নেতা পাইনি। তাই কথা দিচ্ছি, রক্ত, জীবন অথবা লড়াইয়ের বিনিময়ে হলেও পঞ্চগড়ের মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করবো।
নিজস্ব প্রতিবেদক 
























