বিনোদন ডেস্ক :
জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি হয়েছে। তার বাসা থেকেই পুরস্কারটি চুরি হয়েছে বলে জানা যায়। গণমাধ্যমে ন্যানসি জানিয়েছেন, গৃহকর্মীকে সন্দেহ করে তিনি গুলশান থানায় লিখিত অভিযোগ করেছেন।
ন্যানসি বলেন, ঈদের কয়েকদিন আগেই বাসায় সবকিছু গোছাতে গিয়ে দেখতে পাই আমার অ্যাওয়ার্ড ও কিছু জুয়েলারি নেই। কে বা কারা আলমারি থেকে এটি নিয়ে গেছে।
তিনি বলেন, ঈদের কিছুদিন আগেই আমার বাসার তাহমিনা নামের কাজের মহিলাটি একটা অজুহাত দিয়ে চলে যায়। কিন্তু আমার বাসায় মিনা নামের আরও একটি মেয়ে আছে আমার ছোট মেয়েকে দেখার জন্য। যে মহিলাটি চলে গেছে সে আর মিনা দুজনেই বোন। গুলশান থানার পুলিশকে বিষয়টি জানানোর পর তারা মিানার কাছ থেকে জানতে পারে তার বোন এই চুরি করেছে।
তিনি আরো বলেন, পরে তাহমিনা ও তার স্বামীকে পুলিশ বিভিন্নভাবে জিজ্ঞাসা করে। কিন্তু তারা এখনো এটি নিয়ে তালবাহানা করছে।
এ বিষয়ে গুলশান থানা এসআই অনিন্দ বলেন, আমাদেরকেও চুরি হওয়ার বিষয়টি জানানো হয়েছে। তবে এখনো কোনো মামলা হয়নি।
প্রসঙ্গত, ২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্রে গান গেয়ে সংগীত জীবন শুরু করেন ন্যানসি। ২০০৯ সালের তার প্রথম অ্যালবাম ‘ভালোবাসা অধরা’ মুক্তি পায়। ২০১১ সালে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘প্রজাপতি’ সিনেমার ‘দুই দিকে বসবাস’ গানে কণ্ঠ দিয়ে প্রথমবারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।