Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

 নৌবাহিনীর উদ্যোগে কলাপাড়ায় তিন শতাধিক হতদরিদ্র মানুষ পেল বিনামূল্যে চিকিৎসাসেবা

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : 

পটুয়াখালীর কলাপাড়ায় অসহায় ও হতদরিদ্র তিন শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার (৩ জুন) বেলা ১১টায় বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির ব্যবস্থাপনায় এবং নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (এনটিডিসি) তত্ত্বাবধানে উপজেলার উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।

চিকিৎসা ক্যাম্পে দুইজন অভিজ্ঞ চিকিৎসক সারাদিনব্যাপী রোগীদের সেবা প্রদান করেন। বিভিন্ন জটিল রোগের চিকিৎসা ছাড়াও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

এ ধরনের মানবিক সহায়তা পেয়ে স্থানীয় মানুষদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। তারা নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নৌবাহিনীর কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আজ থেকে দেশের ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা

 নৌবাহিনীর উদ্যোগে কলাপাড়ায় তিন শতাধিক হতদরিদ্র মানুষ পেল বিনামূল্যে চিকিৎসাসেবা

প্রকাশের সময় : ০৪:২১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : 

পটুয়াখালীর কলাপাড়ায় অসহায় ও হতদরিদ্র তিন শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার (৩ জুন) বেলা ১১টায় বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির ব্যবস্থাপনায় এবং নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (এনটিডিসি) তত্ত্বাবধানে উপজেলার উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।

চিকিৎসা ক্যাম্পে দুইজন অভিজ্ঞ চিকিৎসক সারাদিনব্যাপী রোগীদের সেবা প্রদান করেন। বিভিন্ন জটিল রোগের চিকিৎসা ছাড়াও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

এ ধরনের মানবিক সহায়তা পেয়ে স্থানীয় মানুষদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। তারা নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নৌবাহিনীর কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।