নিজস্ব প্রতিবেদক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, বিএনপি হতাশ নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারকে হটানো হবে। নৌকা ডুবে যাওয়ার ভয়ে উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী দিচ্ছে না আওয়ামী লীগ। বিএনপিকে নিশ্চিহ্ন করতে ছুতো খুঁজছে সরকার।
বুধবার (৩ এপ্রিল) সকালে সদ্য কারামুক্ত সাবেক যুবদল নেতা এস এম জাহাঙ্গীরের উত্তরার বাসায় গিয়ে এসব বলেন মঈন।
মঈন বলেন, বিএনপি জনগণের জন্য রাস্তায় আছে। সে আন্দোলন চলবে। মানুষের অধিকার বাস্তবায়ন করবে বিএনপি। দেশে এক দলীয় শাসন চলছে। দেশ উত্তর কোরিয়ার পথে।
তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। মানুষ নীরব প্রতিবাদের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। ভুল পথে হেঁটে সরকার মানুষকে ধোঁকা দিতে পারবে না।
মঈন খান বলেন, বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা যেখানে নিজেদের অধিকারের জন্য আন্দোলন করছেন, সেখানে জোর করে ক্যাম্পাসে ডুকেছে ছাত্রলীগ।
বুলেটের জোরে সরকার ক্ষমতায় আছে অভিযোগ করে বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক বলেন, লগি বৈঠা নয়, শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে বিএনপি।