Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নেহা-রোহনের বিয়ের পর প্রথম ঘনিষ্ঠ ভিডিও প্রকাশ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৫৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
  • ১৯৫ জন দেখেছেন

নেহা কক্কর

গত ২৪ অক্টোবর রোহনপ্রীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নেহা কক্কর। দিল্লির একটি গুরুদুয়ারায় বসে বিয়ের আসর। দিল্লিতে বিয়ের পর সেখানে বসে নেহা-রোহনের প্রথম রিসেপশন। দিল্লির পর পাঞ্জাবে বসে তাদের রিসেপশনের দ্বিতীয় পর্ব।

পরপর দুবার রিসেপশনের পর মুম্বাইয়ে ফিরে আসেন নেহা কক্কর এবং রোহনপ্রীত সিং। মুম্বাইয়ে ফেরার পরই দুজন হানিমুনের জন্য উড়ে যান দুবাইতে।

বিয়ের পর পার হয়ে গেছে এক মাস। বিয়ের এক মাস পেরোনোর পরই এবার নতুন করে ভালোবাসার প্রকাশ করলেন নেহা কক্কর। রোহনপ্রীত সিং এবং তার পরিবার যেভাবে তাকে ভালোবেসেছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ।

আরও পড়ুন : নতুন পরিচয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া

রোহনপ্রীতের পরিবার থেকে যে তিনি এত ভালোবাসা পাবেন, তা তিনি কল্পনাও করতে পারেননি বলে জানান নেহা কক্কর। বিয়ের এক মাস পর তাই নতুন ভিডিও শেয়ার করলেন নেহা কক্কর।

দুবাইয়ের অন্যতম বিলাসবহুল হোটেলে কাটে নেহা-রোহনের হানিমুন। বিয়ের এক মাস পর সেখানকারই একটি ভিডিও শেয়ার করে, রোহনের ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসা উদযাপন করেন নেহা কক্কর।

 

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

নেহা-রোহনের বিয়ের পর প্রথম ঘনিষ্ঠ ভিডিও প্রকাশ

প্রকাশের সময় : ১১:৫৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০

গত ২৪ অক্টোবর রোহনপ্রীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নেহা কক্কর। দিল্লির একটি গুরুদুয়ারায় বসে বিয়ের আসর। দিল্লিতে বিয়ের পর সেখানে বসে নেহা-রোহনের প্রথম রিসেপশন। দিল্লির পর পাঞ্জাবে বসে তাদের রিসেপশনের দ্বিতীয় পর্ব।

পরপর দুবার রিসেপশনের পর মুম্বাইয়ে ফিরে আসেন নেহা কক্কর এবং রোহনপ্রীত সিং। মুম্বাইয়ে ফেরার পরই দুজন হানিমুনের জন্য উড়ে যান দুবাইতে।

বিয়ের পর পার হয়ে গেছে এক মাস। বিয়ের এক মাস পেরোনোর পরই এবার নতুন করে ভালোবাসার প্রকাশ করলেন নেহা কক্কর। রোহনপ্রীত সিং এবং তার পরিবার যেভাবে তাকে ভালোবেসেছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ।

আরও পড়ুন : নতুন পরিচয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া

রোহনপ্রীতের পরিবার থেকে যে তিনি এত ভালোবাসা পাবেন, তা তিনি কল্পনাও করতে পারেননি বলে জানান নেহা কক্কর। বিয়ের এক মাস পর তাই নতুন ভিডিও শেয়ার করলেন নেহা কক্কর।

দুবাইয়ের অন্যতম বিলাসবহুল হোটেলে কাটে নেহা-রোহনের হানিমুন। বিয়ের এক মাস পর সেখানকারই একটি ভিডিও শেয়ার করে, রোহনের ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসা উদযাপন করেন নেহা কক্কর।

 

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন