স্পোর্টস ডেস্ক :
দুই দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে আগেই। তাই এই ম্যাচ হারলে শ্রীলঙ্কা কিংবা নেদারল্যান্ডস কারোরই খুব একটা ক্ষতি হতো না। তবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কার জন্য ম্যাচটা ছিল মর্যাদার পরীক্ষা। কুলীন হয়েও বাছাই পর্বে খেলতে হচ্ছে তাদের। তবে সেই বাছাই পর্বে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখল লঙ্কানরা। নেদারল্যান্ডসকে হারিয়ে অপরজিত চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ খেলতে যাবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
রোববার (৯ জুলাই) বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে নেদারল্যান্ডসকে ১২৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা।
ফাইনালে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্স। ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে দারুণ সূচনা পায় শ্রীলঙ্কা। ম্যাচের ১১তম ওভারে পাথুম নিসাংকা ফিরে গেলে কিছুটা চপে পড়ে লঙ্কানরা। তবে তৃতীয় উইকেট জুটিতে ম্যাচের হাল ধরেন কুশল মেন্ডিস ও শাহান আরাছহিগে।
তাদের ৭২ রানের জুটিতে বড় সংগ্রহের ভীত পেয়ে যায় শানাকারা। তবে শেষদিকে ডাচ বোলারদের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। ৪৮তম ওভারে মাত্র ২৩৩ রানে গুটিয়ে যায় পুরো দল। সর্বোচ্চ ৫৭ রান করেন আরাছহিগে। এছাড়া কুশাল মেন্ডিস ৫২ বলে ৪৩ ও চারিথ আসালাঙ্কা ৩৬ বলে ৩৬ রান করেন।
২৩৪ রানের মাঝারি লক্ষ্য পেয়েও ব্যাটিংটা সুবিধার হয়নি ডাচদের। দলীয় পঞ্চম ওভারে বিক্রমজিৎ সিং আউট হওয়ার পরই পথ হারায় ডাচরা। ১৪ বলে ৩ চারে ১৩ রান করেন তিনি। এরপর ১২ ওভারে ৪৯ রান করতেই ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। এতক্ষণ একদিকে টিকে ছিলেন ওপেনার ম্যাক্স ও’দাউদ। দলীয় ৮৫ রানে সপ্তম ব্যাটার হিসেবে বিদায় নেন তিনিও। ৬৩ বলে ১ চার ও ১ ছয়ে ৩৩ রান করেন তিনি। এছাড়া দুই অঙ্কের রান পেয়েছেন শুধু লোগান ফন বিক। ২৪ বলে ২০ রান করে অপরাজিত থাকেন তিনি।
শ্রীলঙ্কার পক্ষে মহেশ থাকসেনা ৬.৩ ওভারে ৩১ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। দিলশান মাদুশঙ্কা ৭ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়া ওয়ান্নিদু হাসারাঙ্গা ৩৫ রানে নেন ২ উইকেট।