নেত্রকোনা জেলা প্রতিনিধি :
নেত্রকোনার খালিজুরী উপজেলায় হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তানভির মিয়া (১৯) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এতে আরও দুই জেলে গুরু আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিলেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ইয়ারাবাজ হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
নিহত তানভির ওই উপজেলা সদরের গছিখাই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আর আহতরা হলেন, গছিখাই গ্রামের কুতুবউদ্দিন ভূইয়ার ছেলে জাহিদুল ইসলাম (২৩) ও পিয়াস (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নৌকা নিয়ে পার্শ্ববর্তী ইয়ারাবাজ হাওড়ে মাছ ধরতে যান তানভিরসহ তিনজন। রাত আনুমানিক দেড়টার দিকে ঝড় বৃষ্টিবিহীন প্রচুর বজ্রপাত শুরু হয়। আর এই বজ্রপাতেই তানভিরসহ সঙ্গে থাকা দুজন গুরুতর আহত হন। হাওড়ে মাছ ধরতে আসা অন্য জেলেরা তাদের উদ্ধার করে গ্রামবাসীর সহযোগিতায় খালিজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তানভিরকে মৃত ঘোষণা করেন। আর বাকি দুজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তবে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
খালিয়াজুরীর থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, নিহতের লাশ সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর গুরুতর আহত দু’জনকে মমেক হাসাপাতালে পাঠানো হয়েছে।