Dhaka বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে ট্রাক-বাইক সংঘর্ষে প্রাণ গেল আরোহীর

নীলফামারী জেলা প্রতিনিধি :

নীলফামারীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মারুফ হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর ) সকাল ৭টার দিকে সদর উপজেলার হাজিগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ চওড়া বড়গাছা ইউনিয়নের ছত্রসাল এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি নীলফামারী জজ কোর্টের ক্যান্টিন পরিচালনা করতেন।

প্রত্যক্ষদর্শী জানান, মোটরসাইকেলে করে যাচ্ছিলেন মারুফ। হাজিগঞ্জ বাজারসংলগ্ন সড়কে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটি আটক করেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
জনপ্রিয় খবর

আবহাওয়া

নীলফামারীতে ট্রাক-বাইক সংঘর্ষে প্রাণ গেল আরোহীর

প্রকাশের সময় : ১১:২০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

নীলফামারী জেলা প্রতিনিধি :

নীলফামারীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মারুফ হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর ) সকাল ৭টার দিকে সদর উপজেলার হাজিগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ চওড়া বড়গাছা ইউনিয়নের ছত্রসাল এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি নীলফামারী জজ কোর্টের ক্যান্টিন পরিচালনা করতেন।

প্রত্যক্ষদর্শী জানান, মোটরসাইকেলে করে যাচ্ছিলেন মারুফ। হাজিগঞ্জ বাজারসংলগ্ন সড়কে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটি আটক করেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।