Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নির্মিত হচ্ছে মধুবালার বায়োপিক

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:১৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • ১৮৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

সোশ্যাল মিডিয়ায় কয়েক বছর ধরে আলোচনা হচ্ছে বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা মধুবালাকে নিয়ে। কারণ তাকে নিয়ে বায়োপিক নির্মাণের কথা উঠেছে। বিষয়টি আলোচনায় আসার পেছনে ছিল একটি ইউটিউব ভিডিও।

কিন্তু পরে জানা যায়, সেই ভিডিওটি ভুয়া। এরই মধ্যে রিলিজ হওয়া বেশ কিছু সিনেমার ঝলক দিয়ে তৈরি করা হয়েছিল সেটি। কিন্তু এবার খবর আর মিথ্যে নয়। প্রয়াত অভিনেত্রী মধুবালার বায়োপিক তৈরির প্রস্তুতি শুরু হয়েছে। সিনেমার নাম ‘মধুবালা’। নির্মাতারা শুক্রবার এ সিনেমার ঘোষণা করেছেন।

পরিচালক জসমিত কে রিন এ সিনেমাটি নির্মাণ করবেন। এর আগে তিনি আলিয়া ভাট অভিনীত ‘ডার্লিংস’ সিনেমাটি পরিচালনা করেছিলেন। শুক্রবার এ সিনেমার কথা ঘোষণা করে নির্মাতারা সোশ্যাল মিডিয়া লিখেছেন, ‘মধুবালার প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে আমাদের পরবর্তী সিনেমার ঘোষণা করতে পেরে আমরা গর্বিত। বলিউডের বৈগ্রহিক অভিনেত্রীর চিরকালীন আবেদন ও অজানা আখ্যান জানতে প্রস্তুত হোন।’

মধুবালার বায়োপিকে নাম ভূমিকায় কে অভিনয় করবেন তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এ তালিকায় উঠে এসেছে বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীর নাম। এ তালিকায় রয়েছেন— কারিনা কাপুর খান, প্রিয়াঙ্কা কাঁদওয়াল, ইয়ামি গৌতম, অনন্যা পাণ্ডে, কৃতি স্যানন।

পরিচালক-প্রযোজকের নাম ঘোষণা করলেও নাম ভূমিকায় কে অভিনয় করবেন তা জানাননি সংশ্লিষ্টরা। তবে টাইমস অব ইন্ডিয়ার দাবি— মধুবালা চরিত্র রূপায়ন করবেন কৃতি স্যানন। কিন্তু এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

১৯৪২ সালে ‘বসন্ত’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মধুবালা। ১৯৫৮ সালে মুক্তি পায় তার অভিনীত ‘চলতি কা নাম গাড়ি’, ‘কালা পানি’ সিনেমাগুলো। তবে দুবছর পরে মুক্তিপ্রাপ্ত ‘মুঘল এ আজম’ সিনেমায় আনারকলি চরিত্রে তার অভিনয়কে ক্যারিয়ারের শ্রেষ্ঠ কাজ বলে মনে করেন অনেকে। তিনি কিশোর কুমারকে বিয়ে করেছিলেন। কিন্তু মাত্র ৩৬ বছর বয়সে তার জীবনাবসান হয়।

মধুবালা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— আমার (১৯৫৪), মহল (১৯৪৯), বাদল (১৯৫১), তারানা (১৯৫১), মিস্টার অ্যান্ড মিসেস ’৫৫ (১৯৫৫), চলতি কা নাম গাড়ি (১৯৫৮) ), হাফ টিকিট (১৯৬২), হাওড়া ব্রিজ, কালা পানি (১৯৫৮), বারসাত কি রাত (১৯৬০) প্রভৃতি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

নির্মিত হচ্ছে মধুবালার বায়োপিক

প্রকাশের সময় : ০৮:১৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪

বিনোদন ডেস্ক : 

সোশ্যাল মিডিয়ায় কয়েক বছর ধরে আলোচনা হচ্ছে বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা মধুবালাকে নিয়ে। কারণ তাকে নিয়ে বায়োপিক নির্মাণের কথা উঠেছে। বিষয়টি আলোচনায় আসার পেছনে ছিল একটি ইউটিউব ভিডিও।

কিন্তু পরে জানা যায়, সেই ভিডিওটি ভুয়া। এরই মধ্যে রিলিজ হওয়া বেশ কিছু সিনেমার ঝলক দিয়ে তৈরি করা হয়েছিল সেটি। কিন্তু এবার খবর আর মিথ্যে নয়। প্রয়াত অভিনেত্রী মধুবালার বায়োপিক তৈরির প্রস্তুতি শুরু হয়েছে। সিনেমার নাম ‘মধুবালা’। নির্মাতারা শুক্রবার এ সিনেমার ঘোষণা করেছেন।

পরিচালক জসমিত কে রিন এ সিনেমাটি নির্মাণ করবেন। এর আগে তিনি আলিয়া ভাট অভিনীত ‘ডার্লিংস’ সিনেমাটি পরিচালনা করেছিলেন। শুক্রবার এ সিনেমার কথা ঘোষণা করে নির্মাতারা সোশ্যাল মিডিয়া লিখেছেন, ‘মধুবালার প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে আমাদের পরবর্তী সিনেমার ঘোষণা করতে পেরে আমরা গর্বিত। বলিউডের বৈগ্রহিক অভিনেত্রীর চিরকালীন আবেদন ও অজানা আখ্যান জানতে প্রস্তুত হোন।’

মধুবালার বায়োপিকে নাম ভূমিকায় কে অভিনয় করবেন তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এ তালিকায় উঠে এসেছে বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীর নাম। এ তালিকায় রয়েছেন— কারিনা কাপুর খান, প্রিয়াঙ্কা কাঁদওয়াল, ইয়ামি গৌতম, অনন্যা পাণ্ডে, কৃতি স্যানন।

পরিচালক-প্রযোজকের নাম ঘোষণা করলেও নাম ভূমিকায় কে অভিনয় করবেন তা জানাননি সংশ্লিষ্টরা। তবে টাইমস অব ইন্ডিয়ার দাবি— মধুবালা চরিত্র রূপায়ন করবেন কৃতি স্যানন। কিন্তু এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

১৯৪২ সালে ‘বসন্ত’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মধুবালা। ১৯৫৮ সালে মুক্তি পায় তার অভিনীত ‘চলতি কা নাম গাড়ি’, ‘কালা পানি’ সিনেমাগুলো। তবে দুবছর পরে মুক্তিপ্রাপ্ত ‘মুঘল এ আজম’ সিনেমায় আনারকলি চরিত্রে তার অভিনয়কে ক্যারিয়ারের শ্রেষ্ঠ কাজ বলে মনে করেন অনেকে। তিনি কিশোর কুমারকে বিয়ে করেছিলেন। কিন্তু মাত্র ৩৬ বছর বয়সে তার জীবনাবসান হয়।

মধুবালা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— আমার (১৯৫৪), মহল (১৯৪৯), বাদল (১৯৫১), তারানা (১৯৫১), মিস্টার অ্যান্ড মিসেস ’৫৫ (১৯৫৫), চলতি কা নাম গাড়ি (১৯৫৮) ), হাফ টিকিট (১৯৬২), হাওড়া ব্রিজ, কালা পানি (১৯৫৮), বারসাত কি রাত (১৯৬০) প্রভৃতি।