সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ নির্বাচন কমিশনের (ইসি) অধীনে কাজ করবে। কমিশন যে রকম আদেশ দেবে সে অনুযায়ী দায়িত্ব পালন করবে বলে জানালেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
শুক্রবার (৭ জুলাই ) দুপুরে সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে জেলার হত দরিদ্র অসহায় পরিবারের মধ্যে কাপড় ও খাদ্য সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় আমরা (পুলিশ) নির্বাচন কমিশনের (ইসি) অধীনে দায়িত্ব পালন করে। ইসি যে নির্দেশনা দেবে সে অনুযায়ী কাজ করবো আমরা। নির্বাচন কমিশন আমাদের যে নির্দেশনা দেবে সেই অনুযায়ী বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য জাতীয় নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে।এ দায়িত্ব পালনে পুলিশের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সে অনুযায়ী সব পরিস্থিতি মোকাবিলায় পুলিশের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।
আইজিপি আরো বলেন, বাংলাদেশ পুলিশ একটি শতবর্ষী প্রতিষ্ঠান। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সাফল্যের সাথে দায়িত্ব পালন করছে। এক সময় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও সুন্দরবন জলদস্যু ও সন্ত্রাসীদের আখড়া ছিলো। সেই অবস্থা থেকে গোটা দেশকে একটি শৃঙ্খলায় ফিরিয়ে আনতে পেরেছে বাংলাদেশ পুলিশ।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বর্তমান সরকারের আমলে আমাদের জনবল ও সক্ষমতা বেড়েছে। লজিস্টিক ইকুপমেন্ট বেড়েছে এবং আমরা আধুনিক প্রযুক্তি দিয়ে যে কোনো ঘটনার তদন্ত করতে পারছি। আমরা আশা করছি নির্বাচনকালীন সময়েও দ্বায়িত্ব পালনের জন্য সব প্রকর প্রযুক্তি পুলিশের এখন আছে। কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি জঙ্গিবাদ দমনে পুলিশের ভূমিকা নিয়ে বলেন, সুন্দরবনে জলদস্যুদের হাতে এক সময় সাধারন জেলেরা জিম্মি ছিলো। সেই অবস্থা নিয়ন্ত্রণ করতে পেরেছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। একটা সময় ছিলো যখন দেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের হুলি খেলা চলছিলো। বাংলাদেশ পুলিশ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সুনামগঞ্জ হাওরাঞ্চলের থানা গুলোতে আস্তে আস্তে স্পিডবোট দেওয়া হচ্ছে এবং আরো দেওয়া হবে। হাওর কেন্দ্রিক ট্যুরিষ্টদের নিরাপত্তার জন্য ট্যুারিষ্ট পুলিশের একটি ইউনিট দ্রুত দেওয়া হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, আর আর এফ সিলেট এর কমান্ডেন্ট মো. হুমায়ুন কবীর, সপ্তম এপিবিএন এর কমান্ডিং অফিসার খন্দকার ফরিদুল ইসলাম, সুনামগঞ্জ পুলিশ সুপার মো. এহসান শাহ প্রমুখ।