Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে যারা বিশ্বাস করে না, তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় : নিতাই রায়

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, পতিত আওয়ামী স্বৈরশাসকও সংবিধানের দোহাই দিয়ে ডামি নির্বাচন করেছিল। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সংস্কারের কথা বলে নির্বাচন নিয়ে টালবাহানা করছেন। যারা নির্বাচনে বিশ্বাস করে না, তারা গণতন্ত্রে বিশ্বাসী নয়।

রোববার (০১ জুন) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্যামপুর কদমতলী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল এবং শুকনা খাবার ও বস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।

নিতাই রায় বলেন, একটি বিশেষ দল দরজার পেছন থেকে এই সরকারকে প্রভাবিত করছে। যার ফলে সরকার মানুষের দুঃখ-দুর্দশায় সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে এই বিশেষ দলটি সরকারকে প্রচ্ছন্নভাবে প্রভাবিত করছে।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল। তাই আমরা চাই, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত গণতান্ত্রিক সরকার দায়িত্ব নিয়ে জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখবে। যে অনির্বাচিত সরকারের বিরুদ্ধে জনগণ আন্দোলন করেছে, মানুষ জীবন দিয়েছে, বর্তমান সরকারের উচিত হবে- যত দ্রুত সম্ভব জনগণের অধিকার, ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং নির্বাচিত সরকার গঠনে ভূমিকা রাখা।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং শ্যামপুর-কদমতলী থানার সমন্বয়ক আ ন ম সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় এ সময় মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. নাসির মোল্লা, ৪৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম, ৫১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য তরিকুল ইসলাম পলাশ, শ্যামপুর থানা বিএনপির নেতা ছানাউল্লাহ ছানু, মো. গোলাম মোস্তফা, মির্জা আব্দুল খালেক লিটনসহ শ্যামপুর ও কদমতলী থানা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

নির্বাচনে যারা বিশ্বাস করে না, তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় : নিতাই রায়

প্রকাশের সময় : ০৩:৩৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, পতিত আওয়ামী স্বৈরশাসকও সংবিধানের দোহাই দিয়ে ডামি নির্বাচন করেছিল। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সংস্কারের কথা বলে নির্বাচন নিয়ে টালবাহানা করছেন। যারা নির্বাচনে বিশ্বাস করে না, তারা গণতন্ত্রে বিশ্বাসী নয়।

রোববার (০১ জুন) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্যামপুর কদমতলী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল এবং শুকনা খাবার ও বস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।

নিতাই রায় বলেন, একটি বিশেষ দল দরজার পেছন থেকে এই সরকারকে প্রভাবিত করছে। যার ফলে সরকার মানুষের দুঃখ-দুর্দশায় সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে এই বিশেষ দলটি সরকারকে প্রচ্ছন্নভাবে প্রভাবিত করছে।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল। তাই আমরা চাই, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত গণতান্ত্রিক সরকার দায়িত্ব নিয়ে জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখবে। যে অনির্বাচিত সরকারের বিরুদ্ধে জনগণ আন্দোলন করেছে, মানুষ জীবন দিয়েছে, বর্তমান সরকারের উচিত হবে- যত দ্রুত সম্ভব জনগণের অধিকার, ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং নির্বাচিত সরকার গঠনে ভূমিকা রাখা।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং শ্যামপুর-কদমতলী থানার সমন্বয়ক আ ন ম সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় এ সময় মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. নাসির মোল্লা, ৪৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম, ৫১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য তরিকুল ইসলাম পলাশ, শ্যামপুর থানা বিএনপির নেতা ছানাউল্লাহ ছানু, মো. গোলাম মোস্তফা, মির্জা আব্দুল খালেক লিটনসহ শ্যামপুর ও কদমতলী থানা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।