Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন পর্যবেক্ষণে বিশেষজ্ঞ দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন: ফারুক খান

নিজস্ব প্রতিবেদক : 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান বলেন, ইউরোপীয় ইউনিয়ন একটি বিশেষজ্ঞ দল নির্বাচন পর্যবেক্ষণের জন্য পাঠাবে, যারা বেশ দীর্ঘ সময় বাংলাদেশে থাকবে।

রোববার (১৫ অক্টোবর) রাজধানীর গুলশানে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে শেষে তিনি একথা বলেন। বৈঠকে ইইউ রাষ্ট্রদূতসহ ইইউভুক্ত ১০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দেড় ঘণ্টার বৈঠক শেষে ফারুক খান জানান, বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সাথে গত ৫০ বছরের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য ইইউ ছোট আকারের এক্সপার্ট গ্রুপ পাঠাবে বলে আমাদের জানানো হয়েছে।

আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অবস্থান জানতে চেয়েছে ইইউ। এ বিষয়ে মুহাম্মদ ফারুক খান বলেন, কী চিন্তায় অগ্রসর হচ্ছে তা জানতে চেয়েছেন ইইউর সদস্যরা। আমরা বলেছি, আমাদের সংবিধান অনুযায়ী কিছুদিনের মধ্যে অন্তর্র্বতীকালীন সরকার গঠিত হবে। নির্বাচন কমিশন তাদের তফসিল ঘোষণা করবে। আমরা আমাদের শিডিউল মোতাবেক নির্বাচন করব।

ফারুক খান বলেন, আজকের আলোচনার মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে যে তারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়, যেই সুষ্ঠু নির্বাচন আমরা চাইছি। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা কী কী করব, সেটাও তারা জানতে চেয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ব্রাসেলস সফর নিয়েও আলোচনা হয় বৈঠকে। নির্বাচনী ইশতেহার, জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা কথাও জানান এই আওয়ামী লীগ নেতা।

ইইউ চায় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। বিএনপিকে নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান ফারুক খান।

এর আগে, বেলা সাড়ে ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম, নির্মল চ্যাটার্জী, আন্তর্জাতিক উপকমিটির সদস্য সোহরাব হোসেন, তারিক হাসান সমী ও খালেদ মাসুদ আহমেদ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাবেক মন্ত্রী দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

নির্বাচন পর্যবেক্ষণে বিশেষজ্ঞ দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন: ফারুক খান

প্রকাশের সময় : ০৫:২১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান বলেন, ইউরোপীয় ইউনিয়ন একটি বিশেষজ্ঞ দল নির্বাচন পর্যবেক্ষণের জন্য পাঠাবে, যারা বেশ দীর্ঘ সময় বাংলাদেশে থাকবে।

রোববার (১৫ অক্টোবর) রাজধানীর গুলশানে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে শেষে তিনি একথা বলেন। বৈঠকে ইইউ রাষ্ট্রদূতসহ ইইউভুক্ত ১০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দেড় ঘণ্টার বৈঠক শেষে ফারুক খান জানান, বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সাথে গত ৫০ বছরের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য ইইউ ছোট আকারের এক্সপার্ট গ্রুপ পাঠাবে বলে আমাদের জানানো হয়েছে।

আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অবস্থান জানতে চেয়েছে ইইউ। এ বিষয়ে মুহাম্মদ ফারুক খান বলেন, কী চিন্তায় অগ্রসর হচ্ছে তা জানতে চেয়েছেন ইইউর সদস্যরা। আমরা বলেছি, আমাদের সংবিধান অনুযায়ী কিছুদিনের মধ্যে অন্তর্র্বতীকালীন সরকার গঠিত হবে। নির্বাচন কমিশন তাদের তফসিল ঘোষণা করবে। আমরা আমাদের শিডিউল মোতাবেক নির্বাচন করব।

ফারুক খান বলেন, আজকের আলোচনার মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে যে তারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়, যেই সুষ্ঠু নির্বাচন আমরা চাইছি। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা কী কী করব, সেটাও তারা জানতে চেয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ব্রাসেলস সফর নিয়েও আলোচনা হয় বৈঠকে। নির্বাচনী ইশতেহার, জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা কথাও জানান এই আওয়ামী লীগ নেতা।

ইইউ চায় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। বিএনপিকে নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান ফারুক খান।

এর আগে, বেলা সাড়ে ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম, নির্মল চ্যাটার্জী, আন্তর্জাতিক উপকমিটির সদস্য সোহরাব হোসেন, তারিক হাসান সমী ও খালেদ মাসুদ আহমেদ।