নিজস্ব প্রতিবেদক :
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বলেন, আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে চার সদস্যের ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি এক্সপার্ট মিশন বাংলাদেশে আসছে। এছাড়া কমনওয়েলথের প্রাক নির্বাচন পর্যবেক্ষকদল আগামী ১৮-২২ নভেম্বর ঢাকা সফর করবে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদেও তিনি এ কথা জানান।
তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণের জন্য কিছু দিনের মধ্যে বাংলাদেশে আসবে চার সদস্য বিশিষ্ট ইউরোপীয় ইউনিয়নের এক্সপার্ট মিশন। এছাড়া কমনওয়েলথের নির্বাচন পূর্ব অ্যাসেসমেন্ট মিশন ১৮-২২ নভেম্বর ঢাকায় অবস্থান করবে। নির্বাচন কমিশনে আরও কিছু আগ্রহী পর্যবেক্ষক দল আবেদন করেছে বলে কমিশন সূত্রে জানা গেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ সম্পর্কিত কোনো তালিকা নেই। তালিকা পেলে পরবর্তীতে জানানো হবে।
ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস কোথায় গেছেন সরকার সেটি জানে। কিন্তু এ তথ্য কোথাও প্রকাশ করা হবে না বলে জানিয়ে সেহেলী সাবরিন বলেন, বাংলাদেশে যেসব বিদেশি রাষ্ট্রদূত আছেন, তারা যখন স্টেশন ত্যাগ করেন জানিয়ে যান। কূটনৈতিক পত্রের মাধ্যমে আমাদের জানান। আবার আমাদের রাষ্ট্রদূতরাও যখন স্টেশন ত্যাগ করেন, হোস্ট কান্ট্রিকে জানিয়ে যান।
পিটার হাস কোথায় গেছেন, আপনারা (সাংবাদিকরা) মার্কিন দূতাবাসে এ বিষয়ে জানতে পারেন বলে জানান সেহেলী সাবরিন।
একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রদূত পিটার হাস দুপুরে পূর্ব নির্ধারিত ছুটিতে শ্রীলঙ্কার কলম্বোয় গেছেন। তবে, আনুষ্ঠানিকভাবে মার্কিন দূতাবাস এ ব্যাপারে কিছু জানায়নি।
বিদেশি দূতদের অবস্থান বিষয়ে কূটনৈতিক প্রক্রিয়া বিষয়ে সেহেলী সাবরীন বলেন, প্রটোকল অনুযায়ী আমরা যেটা অনুসরণ করি এটা কিন্তু বাংলাদেশে যারা বিদেশি মিশন প্রধান বা রাষ্ট্রদূত আছেন, তারা যখন স্টেশন লিভ করেন তারা আমাদের প্রটোকলকে কূটনৈতিক পত্রের মাধ্যমে জানিয়ে যান। একইভাবে আমাদের রাষ্ট্রদূতরা যখন লিভ করেন হেডকোয়াটারকে জানাতে হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়কে এবং ওখানকার সরকারকে কূটনৈতিক পত্রের মাধ্যমে জানিয়ে আসতে হয়। এছাড়া তার অবর্তমানে যাকে দায়িত্বে দেওয়া হয় তার নামটা প্রকাশ করতে হয়। এটা একটা কূটনৈতিক প্রক্রিয়া।
মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জর শপথ অনুষ্ঠানে যোগ দিতে দেশটির রাজধানী মালে গেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়ে মুখপাত্র বলেন, শুক্রবার (১৭ নভেম্বর) মালদ্বীপের নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদান করতে বাংলাদেশ সরকারের পক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ মালের পথে রওয়ানা দিয়েছেন। মালদ্বীপের স্পিকার মোহামেদ নাশিদ মালদ্বীপের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান।
সেহেলী সাবরিন বলেন, মালদ্বীপের নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের অংশগ্রহণ উভয় দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করবে।
তিনি আরও জানান, আগামী ২০ নভেম্বর বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রথম জলবায়ু সংলাপ ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে। ওই সংলাপে ব্রাসেলস থেকে ইইউ’র পক্ষে ডিরেক্টর অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ও ক্লাইমেট ফিনান্স ডিয়ানা একোনিকা এবং বাংলাদেশের পক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক নেতৃত্ব দেবেন।
মুখপাত্র আরও বলেন, ওই সংলাপে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট জলবায়ু নীতিমালা, জলবায়ু কূটনীতি, আসন্ন কপ-২৮ সম্মেলন, নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতা, প্রযুক্তি হস্তান্তর প্রভৃতি বিষয়ে আলোচনা হবে।
ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়, ভারতের পররাষ্ট্রসচিবের ভাষ্যমতে ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য কী? আপনারা কি মনে করেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ?
এ প্রশ্নের উত্তরে সেহেলী সাবরিন বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের ‘টু প্লাস টু’ সংলাপের ধারণাগত সূত্রপাত ২০১৭ সালে। পরবর্তীতে ২০১৮ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো সংলাপটি অনুষ্ঠিত হয় ভারতের নয়াদিল্লিতে। ‘টু প্লাস টু’ সংলাপটি মূলত ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সার্বিক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াবলি আলোচনার একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত এই সংলাপে রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা সংশ্লিষ্ট নানান বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। সে আলোচনায় বৃহত্তর বৈশ্বিক, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক নিরাপত্তা এবং ভূ-রাজনৈতিক স্থিতিশীলতার নানান দিক উঠে আসা স্বাভাবিক। আলোচনার বিষয়বস্তু হিসেবে কী আসবে, না আসবে তা এই দুই দেশের নিজস্ব ব্যাপার, বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
নয়াদিল্লিতে গত ১০ নভেম্বর ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘টু প্লাস টু’ বৈঠক অনুষ্ঠিত হয়।