Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে তালবাহানা করলে আবারও রাজপথে নামতে বাধ্য হবো : খোকন তালুকদার

মাদারীপুর জেলা প্রতিনিধি : 

নির্বাচন নিয়ে তালবাহানা করলে, রাজপথে আবারও নেমে আসতে বাধ্য হবো বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

বুধবার (৪ জুন) দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার শশিকরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রার্থনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গত ১৭ বছরে রাজপথে আমাদের যে অবদান আছে, আমাদের যত ভাই শহীদ হয়েছেন। সেটা যদি হিসাব করতে চান, সেটা যদি আমরা আজকে বলি, তাহলে আজকেই নির্বাচন দিতে বাধ্য হবেন আপনারা। দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে চুপ করে আছি, সুন্দর একটি নির্বাচনের অপেক্ষায় আছি।

খোকন তালুকদার বলেন, আমরা ভোট দিতে চাই। যেই ভোটের জন্য, যেই স্বাধীনতার জন্য, যেই গণতন্ত্রের জন্য; আমার ভাইয়েরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করছেন, অন্ধত্ব বরণ করছেন। সেই ভাইদের মুখে হাসি ফোটানোর জন্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এই সরকারকে।

তিনি বলেন, ‘আমরা দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে শান্তিপূর্ণভাবে অপেক্ষা করছি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের। কিন্তু যদি নির্বাচন নিয়ে তালবাহানা করা হয়, তবে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।’

খোকন তালুকদার অভিযোগ করে বলেন, ‘গত ১৫ বছরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। দিনের ভোট হয়েছে রাতে। কেউ ভোটকেন্দ্রে গেলেও তার ব্যালট ছিনিয়ে নিয়ে আওয়ামী লীগের পক্ষে ভোট দেওয়া হয়েছে। আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। এজন্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে।’

আনিসুর রহমান বলেন, নির্বাচন দিতে হবে, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। এই সরকারকে বিদায় নিতে হবে। আমরা চাই ড. ইউনূস সম্মানের সহিত বাংলাদেশ না, সারাবিশ্বের মানুষের কাছে মাথা উঁচু করে দাঁড়াক। আমরা চাই তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন। তারেক রহমানের নেতৃত্বে যেভাবে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ ছিলো সেভাবে বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর নির্বাচন আমরা চাই।

নতুন দল গঠন ও অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্ত তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি জনগণের প্রকৃত আন্দোলনে সামিল না হন, তাহলে আন্দোলনের সামান্য ফলও পাবেন না।’

বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক বলেন, যে সব তরুণ বন্ধুরা আছেন। নতুন দল গঠন করেছেন আবার এই অন্তর্বর্তীকালীন সরকারেরও আছেন। আপনাদের বলে দিতে চাই। যদি আপনারা সেই মূল্যায়নে আসেন। তাহলে সেই আন্দোলনের সিকিভাগও অধিকার কিন্তু পাবেন না।

অনুষ্ঠানে ডাসার উপজেলার বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন মাস্টারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খানসহ অনেকেই।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড পরিকল্পিত, নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র হতে পারে : মির্জা ফখরুল

নির্বাচন নিয়ে তালবাহানা করলে আবারও রাজপথে নামতে বাধ্য হবো : খোকন তালুকদার

প্রকাশের সময় : ০৮:২৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

মাদারীপুর জেলা প্রতিনিধি : 

নির্বাচন নিয়ে তালবাহানা করলে, রাজপথে আবারও নেমে আসতে বাধ্য হবো বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

বুধবার (৪ জুন) দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার শশিকরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রার্থনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গত ১৭ বছরে রাজপথে আমাদের যে অবদান আছে, আমাদের যত ভাই শহীদ হয়েছেন। সেটা যদি হিসাব করতে চান, সেটা যদি আমরা আজকে বলি, তাহলে আজকেই নির্বাচন দিতে বাধ্য হবেন আপনারা। দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে চুপ করে আছি, সুন্দর একটি নির্বাচনের অপেক্ষায় আছি।

খোকন তালুকদার বলেন, আমরা ভোট দিতে চাই। যেই ভোটের জন্য, যেই স্বাধীনতার জন্য, যেই গণতন্ত্রের জন্য; আমার ভাইয়েরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করছেন, অন্ধত্ব বরণ করছেন। সেই ভাইদের মুখে হাসি ফোটানোর জন্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এই সরকারকে।

তিনি বলেন, ‘আমরা দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে শান্তিপূর্ণভাবে অপেক্ষা করছি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের। কিন্তু যদি নির্বাচন নিয়ে তালবাহানা করা হয়, তবে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।’

খোকন তালুকদার অভিযোগ করে বলেন, ‘গত ১৫ বছরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। দিনের ভোট হয়েছে রাতে। কেউ ভোটকেন্দ্রে গেলেও তার ব্যালট ছিনিয়ে নিয়ে আওয়ামী লীগের পক্ষে ভোট দেওয়া হয়েছে। আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। এজন্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে।’

আনিসুর রহমান বলেন, নির্বাচন দিতে হবে, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। এই সরকারকে বিদায় নিতে হবে। আমরা চাই ড. ইউনূস সম্মানের সহিত বাংলাদেশ না, সারাবিশ্বের মানুষের কাছে মাথা উঁচু করে দাঁড়াক। আমরা চাই তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন। তারেক রহমানের নেতৃত্বে যেভাবে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ ছিলো সেভাবে বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর নির্বাচন আমরা চাই।

নতুন দল গঠন ও অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্ত তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি জনগণের প্রকৃত আন্দোলনে সামিল না হন, তাহলে আন্দোলনের সামান্য ফলও পাবেন না।’

বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক বলেন, যে সব তরুণ বন্ধুরা আছেন। নতুন দল গঠন করেছেন আবার এই অন্তর্বর্তীকালীন সরকারেরও আছেন। আপনাদের বলে দিতে চাই। যদি আপনারা সেই মূল্যায়নে আসেন। তাহলে সেই আন্দোলনের সিকিভাগও অধিকার কিন্তু পাবেন না।

অনুষ্ঠানে ডাসার উপজেলার বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন মাস্টারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খানসহ অনেকেই।