নিজস্ব প্রতিবেদক :
পোস্টাল ব্যালটে কারসাজি নিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেন, নির্বাচনকে ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করতে চাইছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে দক্ষিণ সিটির ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ‘নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের লোকজন প্রশাসনে ঘাপটি মেরে বসে আছেন, তারা চাইবেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে।’ যারা আমার দিকে আঙ্গুল তুলছেন, তারা দোষারোপের রাজনীতি করছে। আমি সামনে এই এলাকায় কি করব তা আমার কাজে প্রমাণ পাবে।
নিজস্ব প্রতিবেদক 























