বান্দরবান জেলা প্রতিনিধি :
বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে আহম্মদ রশিদ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ দুইজন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মৃত্তিকা সংরক্ষণ ইনস্টিটিউট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে।
নিহত আহম্মদ রশিদ বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কালাঘাটা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। আহত জয়নাল (৩৮) ও আবুল হাশেম (৩০) একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ট্রাকে করে সাত থেকে আটজন রেইছা এলাকায় যাওয়ার পথে টিটিসি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে নিহত হন রশিদ এবং আহত হয় অপর সাত শ্রমিক। খবর পেয়ে স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর কর্মীরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে জয়নাল উদ্দিনের (২৬) নাম জানা গেছে।
বান্দরবান সদর থানার উপপরিদশক (এসআই) মিজানুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ট্রাকচালক পলাতক রয়েছেন।