নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) একাংশের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম তার দল বিলুপ্ত ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসে তিনি বিএনপিতে যোগদান করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী শাহাদাত হোসেন সেলিমকে দলে বরণ করে নেন।
বাংলাদেশ এলডিপি বিএনপির নেতৃত্বাধীন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র ১২ দলীয় জোটের অন্যতম শরিক দল ছিল।
শাহাদাত হোসেন সেলিমকে বিএনপিতে স্বাগত জানিয়ে আমীর খসরু বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনে ধানের শীষের কাণ্ডারি হচ্ছেন শাহাদাত হোসেন সেলিম। তিনি (সেলিম) এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন যোগদান অনুষ্ঠানে উপস্থিত থাকা সদ্য বিলুপ্তকৃত বাংলাদেশ এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটু।
তিনি জানান, বাংলাদেশ এলডিপির ১১১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সবাই আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। এর মধ্য দিয়েই বাংলাদেশ এলডিপি বিলুপ্ত হলো।
যোগদান অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপিতে যোগ দেওয়ার পর শাহাদাত হোসেন সেলিম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ‘আলহামদুলিল্লাহ’ লিখে শুকরিয়া আদায় করেন। অন্যদিকে তমিজ উদ্দিন টিটু তার ফেসবুক পেজে লেখেন ‘বিদায় বাংলাদেশ এলডিপি, স্বাগতম বিএনপি’।
নিজস্ব প্রতিবেদক 























