Dhaka বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিজের কার্টুন উপহার পেয়ে কার্টুনিস্টকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে তার একটি কার্টুন উপহার দিয়েছেন দেশের জনপ্রিয় কার্টুনিস্ট উদয়। ‘আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি’ শীর্ষক এই কার্টুনটি হাতে পাওয়ার পর শিল্পী উদয়কে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়ে একটি দৃষ্টিনন্দন ফ্রেমে বাঁধানো কার্টুনটি তারেক রহমানের হাতে তুলে দেন কার্টুনিস্ট উদয় দেব। এ সময় সেখানে একটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।

বুধবার (১৭ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, কার্টুনটি হস্তান্তরকালে নিজের অনুভূতি প্রকাশ করে কার্টুনিস্ট উদয় দেব বলেন, তারেক রহমানকে নিয়ে আঁকা একটি কার্টুন তার হাতে তুলে দেওয়াই ছিল আমার দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে দেখে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। এই কার্টুনের মাধ্যমে আমি দেশের মানুষ ও দেশের ভবিষ্যৎ নিয়ে তাঁর ভাবনার প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করেছি।

কার্টুনটি গ্রহণ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শিল্পী উদয়কে ধন্যবাদ জানান।

কার্টুনিস্ট উদয় তার ব্যতিক্রমী ও চিন্তাশীল কার্টুনের জন্য ইতোমধ্যেই দেশজুড়ে পাঠকমহলে পরিচিতি লাভ করেছেন। রাজনৈতিক ও সামাজিক নানা ইস্যুতে তার আঁকা কার্টুন দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে আসছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করার কাজ করব : ফেলানীর ভাই

নিজের কার্টুন উপহার পেয়ে কার্টুনিস্টকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

প্রকাশের সময় : ০৮:০৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে তার একটি কার্টুন উপহার দিয়েছেন দেশের জনপ্রিয় কার্টুনিস্ট উদয়। ‘আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি’ শীর্ষক এই কার্টুনটি হাতে পাওয়ার পর শিল্পী উদয়কে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়ে একটি দৃষ্টিনন্দন ফ্রেমে বাঁধানো কার্টুনটি তারেক রহমানের হাতে তুলে দেন কার্টুনিস্ট উদয় দেব। এ সময় সেখানে একটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।

বুধবার (১৭ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, কার্টুনটি হস্তান্তরকালে নিজের অনুভূতি প্রকাশ করে কার্টুনিস্ট উদয় দেব বলেন, তারেক রহমানকে নিয়ে আঁকা একটি কার্টুন তার হাতে তুলে দেওয়াই ছিল আমার দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে দেখে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। এই কার্টুনের মাধ্যমে আমি দেশের মানুষ ও দেশের ভবিষ্যৎ নিয়ে তাঁর ভাবনার প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করেছি।

কার্টুনটি গ্রহণ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শিল্পী উদয়কে ধন্যবাদ জানান।

কার্টুনিস্ট উদয় তার ব্যতিক্রমী ও চিন্তাশীল কার্টুনের জন্য ইতোমধ্যেই দেশজুড়ে পাঠকমহলে পরিচিতি লাভ করেছেন। রাজনৈতিক ও সামাজিক নানা ইস্যুতে তার আঁকা কার্টুন দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে আসছে।