Dhaka সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নিজ এলাকায় জনতার তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল জেলা প্রতিনিধি :

বরিশালের রহমতপুর– বাবুগঞ্জ মুলাদী হিজলা আঞ্চলিক সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মীয়মাণ মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে জনতার তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় তাকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করে স্থানীয়রা।

রোববার (৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বাবুগঞ্জের মীরগঞ্জ সেতুর ভিস্তিপ্রস্তর উদ্বোধন শেষে এ ঘটনা ঘটে।

ফুয়াদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটেছে।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন সিকদার বলেন, ব্যারিস্টার ফুয়াদ অনৈতিকভাবে জনসমর্থন আদায়ের জন্য মীরগঞ্জ ব্রিজ নিয়ে মিডিয়ার সামনে মিথ্যাচার করেন।

তিনি মিডিয়ার সামনে বলেন, ‘সেতুর ঠিকাদারি কাজে চায়না কোম্পানির কাছে স্থানীয় একটি মহল চাঁদা দাবি করেছে।’ তার এই বক্তব্যে ক্ষুব্ধ হন স্থানীয়রা। তারা চাঁদাবাজদের নাম জানতে চায় ব্যারিস্টার ফুয়াদের কাছে। সেটা তিনি বলতে না পারায় স্থানীয়রা ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করে ভুয়া ভুয়া স্লোগান দেয়।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, এই ব্রিজটি আমার মাধ্যমে হয়েছে। আজ এই উদ্বোধন অনুষ্ঠানটি পণ্ড করতে চেয়েছিল কিছু লোক। যেমনটা হয়েছে মুলাদীতে। ব্রিজটি নির্মাণের জন্য চীনা একটি কোম্পানি টেন্ডার পেয়েছে। তাদের কাছে চাঁদা দাবি করেছে, তবে এখানে কারো নাম বলা হয়নি। ব্রিজটি হলে এলাকার উন্নয়ন হবে। আমরা এই কথাই বলেছি।

বাবুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাফিল বলেন, ‘সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর ফুয়াদ সাহেব বলেছেন যে, সেতুকে কেন্দ্র করে স্থানীয় লোকজন চাঁদা চাচ্ছে। অথচ ওই সেতুর টেন্ডারও হয়নি। এর প্রতিবাদ জানিয়ে উপজেলা বিএনপির সদস্য রাজন সিকদার তাঁর কাছে জানতে চেয়েছেন—কে চাঁদাবাজি করছে, তা বলে যান। এ সময় ফুয়াদের লোকজন রাজন ভাইকে ধাক্কা দেয়। এ নিয়ে সেখানে ধাক্কাধাক্কি এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দেওয়া হয়েছে। পরে এর প্রতিবাদে মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা।’

তবে এবি পার্টির বরিশাল জেলা সদস্যসচিব জি এম রাব্বি বলেন, ‘উনারা (ছাত্রদল-যুবদল) ইনটেনশনালি ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের ওপর হামলা করতে চেয়েছেন। আমরা প্রতিহত করেছি। এরপর আমরা রেঞ্জ ডিআইজির কাছে এসে বিষয়টি অবহিত করেছি।’

এ ব্যাপারে বাবুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অরবিন্দ দাস বলেন, ‘সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে উপদেষ্টারা চলে গেলে ব্যারিস্টার ফুয়াদের সঙ্গে তর্কবিতর্ক হয়েছে। আমাদের ফোর্স ছিল সেখানে। তবে এ ঘটনায় কোনো পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়নি।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করবো : জামায়াত আমির

নিজ এলাকায় জনতার তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

প্রকাশের সময় : ০৬:২২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

বরিশাল জেলা প্রতিনিধি :

বরিশালের রহমতপুর– বাবুগঞ্জ মুলাদী হিজলা আঞ্চলিক সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মীয়মাণ মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে জনতার তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় তাকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করে স্থানীয়রা।

রোববার (৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বাবুগঞ্জের মীরগঞ্জ সেতুর ভিস্তিপ্রস্তর উদ্বোধন শেষে এ ঘটনা ঘটে।

ফুয়াদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটেছে।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন সিকদার বলেন, ব্যারিস্টার ফুয়াদ অনৈতিকভাবে জনসমর্থন আদায়ের জন্য মীরগঞ্জ ব্রিজ নিয়ে মিডিয়ার সামনে মিথ্যাচার করেন।

তিনি মিডিয়ার সামনে বলেন, ‘সেতুর ঠিকাদারি কাজে চায়না কোম্পানির কাছে স্থানীয় একটি মহল চাঁদা দাবি করেছে।’ তার এই বক্তব্যে ক্ষুব্ধ হন স্থানীয়রা। তারা চাঁদাবাজদের নাম জানতে চায় ব্যারিস্টার ফুয়াদের কাছে। সেটা তিনি বলতে না পারায় স্থানীয়রা ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করে ভুয়া ভুয়া স্লোগান দেয়।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, এই ব্রিজটি আমার মাধ্যমে হয়েছে। আজ এই উদ্বোধন অনুষ্ঠানটি পণ্ড করতে চেয়েছিল কিছু লোক। যেমনটা হয়েছে মুলাদীতে। ব্রিজটি নির্মাণের জন্য চীনা একটি কোম্পানি টেন্ডার পেয়েছে। তাদের কাছে চাঁদা দাবি করেছে, তবে এখানে কারো নাম বলা হয়নি। ব্রিজটি হলে এলাকার উন্নয়ন হবে। আমরা এই কথাই বলেছি।

বাবুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাফিল বলেন, ‘সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর ফুয়াদ সাহেব বলেছেন যে, সেতুকে কেন্দ্র করে স্থানীয় লোকজন চাঁদা চাচ্ছে। অথচ ওই সেতুর টেন্ডারও হয়নি। এর প্রতিবাদ জানিয়ে উপজেলা বিএনপির সদস্য রাজন সিকদার তাঁর কাছে জানতে চেয়েছেন—কে চাঁদাবাজি করছে, তা বলে যান। এ সময় ফুয়াদের লোকজন রাজন ভাইকে ধাক্কা দেয়। এ নিয়ে সেখানে ধাক্কাধাক্কি এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দেওয়া হয়েছে। পরে এর প্রতিবাদে মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা।’

তবে এবি পার্টির বরিশাল জেলা সদস্যসচিব জি এম রাব্বি বলেন, ‘উনারা (ছাত্রদল-যুবদল) ইনটেনশনালি ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের ওপর হামলা করতে চেয়েছেন। আমরা প্রতিহত করেছি। এরপর আমরা রেঞ্জ ডিআইজির কাছে এসে বিষয়টি অবহিত করেছি।’

এ ব্যাপারে বাবুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অরবিন্দ দাস বলেন, ‘সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে উপদেষ্টারা চলে গেলে ব্যারিস্টার ফুয়াদের সঙ্গে তর্কবিতর্ক হয়েছে। আমাদের ফোর্স ছিল সেখানে। তবে এ ঘটনায় কোনো পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়নি।’