স্পোর্টস ডেস্ক :
ওয়ানডে সিরিজে হেরে গেলেও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটে ভর করেই লঙ্কানদের ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা।
মঙ্গলবার (৯ মে) সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নামে স্বাগতিক শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৫ রান সংগ্রহ করে লঙ্কান মেয়েরা। ১৪৬ রানের টার্গেটে জ্যোতির দুর্দান্ত অর্ধশতকে ভর করে ১ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। লাল সবুজের দল সিরিজে এগিয়ে গেলো ১-০ ব্যবধানে। ৫১ বলে ৭৫ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি।
লঙ্কানদের দেয়া লক্ষ্যমাত্রায় ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৭ রানেই শামিমা সুলতানাকে হারায় টাইগ্রেসরা। এরপর ২৩ রানে প্রবোধনীর বলে বিদায় নেন রুবিয়া হায়দার। তৃতীয় উইকেটে অধিনায়ক জ্যোতি ও শবনম মুস্তারি শুরুর ধাক্কা সামলানোর চেষ্টা চালান। দলীয় ৭৪ রানে শবনম আউট হলে ভাঙে ৫০ রানের জুটি। চতুর্থ উইকেটে জ্যোতি ঋতুকে সঙ্গে করে ৭১ রানের জুটি গড়েন। দলীয় ১৪৫ রানে ঋতু ২৩ বলে ৩৩ রান করে রান আউটের ফাঁদে পড়েন।
বাংলাদেশ দাপটের সঙ্গে রান তাড়া করলেও শেষ দিকে বল-রানের পার্থক্য বেড়ে যায়। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৫। চামারি আত্তাপাত্তুকেকে ১ ছয় ১ চারে ১৯তম ওভারে ১৭ রান যোগ করে জ্যোতি ম্যাচের নাটাই নিজেদের দিকে নিয়ে নেন।
৬ বলে প্রয়োজন ৮ রান। রানাভিরাকে প্রথম বলে চার মেরে ব্যবধান অর্ধেকে নামিয়ে আনেন রিতু মণি। কিন্তু চতুর্থ বলে রিতু রানআউট হয়ে ফেরেন সাজঘরে। ততক্ষণে ম্যাচ টাই। ম্যাচ রূপ নেয় টান টান উত্তেজনায়। উত্তেজনায় জল ঢেলে পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে জিতিয়ে মাঠ ছাড়েন ইনিংস জুড়ে অনবদ্য খেলা নিগার সুলতানা জ্যোতি।
অপরপ্রান্তে জ্যোতি তার পঞ্চম অর্ধশতক তুলে নেন। শেষ পর্যন্ত জ্যোতি ৫১ বলে ২ ছয় ও ৭ চারে ৭৫ রান করে অপরাজিত থাকেন। লঙ্কান মেয়েদের হয়ে ১টি করে উইকেট নেন উদেশিকা প্রাবোধানি, কায়া কাভিন্দি ও ওশাধি রানাসিংহে।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরটা ভালো হয়নি স্বাগতিকদের। ইনিংসের তৃতীয় ওভারে ওপেনার ভিস্মি গুনারত্নে দলীয় ১৬ রানে সাজঘরে ফিরে যান।
দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন লঙ্কান অধিনায়ক। চামারির বিধ্বংসী ব্যাটিং বড় সংগ্রহের স্বপ্ন দেখতে থাকে শ্রীলঙ্কা। তবে ইনিংসের নবম ওভারে নাহিদা আক্তারের শিকার হন আতাপাত্তু। ২৮ বলে ৩৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার।
তৃতীয় উইকেট জুটিতে হার্শিতা ও নিলাকশীর ব্যাটে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। এই দুই ব্যাটারের ৪৩ রানের পার্টনারশিপে বড় সংগ্রহের ভীত পেয়ে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে লঙ্কানরা। সর্বোচ্চ ৪৫ রান আসে হার্শিতার ব্যাট হতে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ফাহিমা খাতুন। ১টি করে উইকেট নেন ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও রাবেয়া খান।
একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ১১ মে। এই ম্যাচ জিততে পারলেও সিরিজ থাকবে বাংলাদেশের পকেটে। গত বছর ঘরের মাঠে এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মেয়েদের। এবার তাদের দেশের সিরিজ জিতে সেই কষ্ট কিছুটা লাঘবও হতে পারে জ্যোতিদের।