স্পোর্টস ডেস্ক :
হারের বৃত্ত থেকে বের হতে পারছে না পাকিস্তান। বিশ্বকাপ ব্যর্থতা ভোলার মিশনে তারা প্রথমে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্টে ধবলধোলাই হয়েছিল। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরেছে শাহিন আফ্রিদির দল। এই ম্যাচে মূলত অ্যাডাম মিলনের পেস আগুনে পুড়েছে সফরকারীরা। নিউজিল্যান্ডের দেওয়া ১৯৫ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তান ১৭৩ রানে গুটিয়ে গেছে। ফলে ২১ রানের জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।
রোববার (১৪ জানুয়ারি) হ্যামিল্টনে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাট করতে নেমে ওপেনার ফিন অ্যালানের ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেট হারিয়ে ১৯৪ রানের বড় সংগ্রহ পায় কিউইরা।
১৯৫ রানের বড় লক্ষ্য তাড়ায় পাকিস্তানও ঝোড়ো শুরু পেয়েছিল। যদিও তার আগের ঝড়টা ছিল কিউইদের দখলে। কেননা মাত্র ১০ রানেই দুই ওপেনার সাইম আইয়ুব ও মোহাম্মদ রিজওয়ানের উইকেট হারায় পাকিস্তান। এরপর ভঙ্গুর দলকে দারুণ দৃঢ়তায় টেনে তোলেন ফখর জামান ও বাবর আজম। পাওয়ার প্লে’র ৬ ওভারে তারা ৬১ রান তোলেন। কিউইদের সঙ্গে তাদের লড়াইটাও ছিল সমানে সমান। মাত্র ২৩ বলেই ফিফটি পূর্ণ করা ফখরের বিদায়ে পাকিস্তান বড় ধাক্কা খায়। এতে বাবর-ফখরের ৪৯ বলে ৮৭ রানের জুটি ভাঙে।
মিলনের বলে ইনসাইড এজ হয়ে বোল্ড আউট হন ফখর। তার আগে ২৫ বলে ৫০ রানের ইনিংসে তিনি ৩টি চার ও ৫টি ছক্কা হাঁকান। এরপর ক্রিজে আসা তিন ব্যাটসম্যান ইফতিখার আহমেদ, আজম খান ও আমের জামালও বিদায় অল্প সময়ের ব্যবধানে। ফলে প্রথম ম্যাচের মতো এবারও ম্যাচ জেতানোর পুরো চাপ এসে পড়ে বাবরের ওপর। সাবেক এই পাক অধিনায়ক বেশ কিছুটা লড়াইও চালিয়েছেন বটে, তবে সেটি ছিল কেবল ব্যবধান কমানোর চেষ্টা! বেন সিয়ার্সের বলে আউট হওয়ার আগে বাবর ৪৩ বলে ৭টি চার ও দুটি ছক্কায় ৬৬ রান করেন।
শেষদিকে একটি চার দুই ছক্কায় ভিন্ন কিছুর আভাস দিয়েছিলেন অধিনায়ক শাহিন। কিন্তু উপযুক্ত সঙ্গ ও বেশিরভাগ টপ অর্ডারের ব্যর্থতায় নতুন অধ্যায়ের প্রথম দুটি ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেয়েছেন। ১৩ বলে ২২ রান করেন শাহিন। তিন ব্যাটসম্যান ছাড়া পাকিস্তানের আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ফলে ৩ বল বাকি থাকতেই সফরকারীরা অলআউট ১৭৩ রানে।
স্বাগতিক কিউইদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন মিলনে। এছাড়া দুটি করে উইকেট শিকার করেছেন টিম সাউদি, বেন সিয়ার্স ও ইশ সোধি।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখি ছিল স্বাগতিকরা। উদ্বোধনী জুটিতে ফিন ও কনওয়ে তোলেন ৫৯ রান। কনওয়ে ১৫ বলে ২০ রান করে ফিরলে ভাঙে এই জুটি। এরপর দ্বিতীয় উইকেটে উইলিয়ামসনকে নিয়ে দ্রতই রান তুলছিলেন ফিন। তবে ১৫ বলে ২৬ রান করার পর রিটায়ার্ড হার্ট হন উইলিয়ামসন।
ইনিংসের দশম ওভারে রান নেওয়ার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন নিউজিল্যান্ড অধিনায়ক। ১০ বলে ১৭ রান করেন ড্যারিল মিচেল। ৯ বলে ১৩ রান করে আউট হন গ্লেন ফিলিপস। মিচেল সান্তনার ১৩ বলে ২৫ রান করে রানআউট হয়ে যান। শেষ দিকে দ্রুত উইকেট পড়লেও ১৯৪ রানের চ্যালেঞ্জ দাঁড় করায় কিউইরা।
৪১ বলে ৭টি বাউন্ডারি এবং ৫ ছক্কায় ৭৪ রানে অপরাজিত থাকেন ফিন অ্যালেন। পাকিস্তানের হয়ে বল হাতে হারিস রউফ নেন ৩ উইকেট এবং ২ উইকেট নেন আব্বাস আফ্রিদি।