Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নিউইয়র্কের হাডসন নদীতে হেলিকপ্টার দুর্ঘটনায় শিশুসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে পর্যটকদের বহনকারী একটি হেলিকপ্টার দুর্ঘটনায় তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, পাঁচ সদস্যের পরিবারটি স্পেনের এবং ষষ্ঠ ব্যক্তি ছিলেন পাইলট। দুর্ঘটনার সময় সবাই হেলিকপ্টারে ছিলেন।

নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, পরিবারগুলোকে অবহিত না করা পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করা হবে না। দুর্ঘটনার কারণ তদন্তাধীন।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, হেলিকপ্টারটি আকাশ থেকে উল্টে পড়ে হাডসন নদীতে পড়ে যাচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, নিউ জার্সির উপকূল ধরে যাওয়ার জন্য জর্জ ওয়াশিংটন ব্রিজে বাঁক নেওয়ার পরপরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

হেলিকপ্টারটি নিউ ইয়র্ক হেলিকপ্টার সংস্থার মাধ্যমে পরিচালিত হয়েছিল। স্থানীয় সময় দুপুর ২টা ৫৯ মিনিটে ম্যানহাটনের নিচের দিকে ডাউনটাউন স্কাইপোর্ট থেকে এটি উড্ডয়ন করেছিল।

নিউ ইয়র্কের দমকল কমিশনার রবার্ট টাকার বলেন, দুর্ঘটনার প্রথম খবর আসে বেলা ৩টা ১৭ মিনিটে। ঘটনাস্থলে পৌঁছানোর পর, উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত বা জীবিতদের জন্য পানিতে অনুসন্ধান করে। ঘটনাস্থলেই চারজনকে মৃত ঘোষণা করা হয়। বাকী দুজনকে নিকটবর্তী হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

নিউইয়র্কের হাডসন নদীতে হেলিকপ্টার দুর্ঘটনায় শিশুসহ নিহত ৬

প্রকাশের সময় : ০১:২১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে পর্যটকদের বহনকারী একটি হেলিকপ্টার দুর্ঘটনায় তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, পাঁচ সদস্যের পরিবারটি স্পেনের এবং ষষ্ঠ ব্যক্তি ছিলেন পাইলট। দুর্ঘটনার সময় সবাই হেলিকপ্টারে ছিলেন।

নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, পরিবারগুলোকে অবহিত না করা পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করা হবে না। দুর্ঘটনার কারণ তদন্তাধীন।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, হেলিকপ্টারটি আকাশ থেকে উল্টে পড়ে হাডসন নদীতে পড়ে যাচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, নিউ জার্সির উপকূল ধরে যাওয়ার জন্য জর্জ ওয়াশিংটন ব্রিজে বাঁক নেওয়ার পরপরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

হেলিকপ্টারটি নিউ ইয়র্ক হেলিকপ্টার সংস্থার মাধ্যমে পরিচালিত হয়েছিল। স্থানীয় সময় দুপুর ২টা ৫৯ মিনিটে ম্যানহাটনের নিচের দিকে ডাউনটাউন স্কাইপোর্ট থেকে এটি উড্ডয়ন করেছিল।

নিউ ইয়র্কের দমকল কমিশনার রবার্ট টাকার বলেন, দুর্ঘটনার প্রথম খবর আসে বেলা ৩টা ১৭ মিনিটে। ঘটনাস্থলে পৌঁছানোর পর, উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত বা জীবিতদের জন্য পানিতে অনুসন্ধান করে। ঘটনাস্থলেই চারজনকে মৃত ঘোষণা করা হয়। বাকী দুজনকে নিকটবর্তী হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।