Dhaka রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নারীদের বিশ্বকাপ বাছাইয়ে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশের দারুণ সূচনা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:২৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ২০১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যর্থতার দিনে জ্বলে উঠল শারমিন আক্তার সুপ্তার ব্যাট। টপ অর্ডারে তার ঝড়ো ফিফটির পর বল হাতে ভেলকি দেখালেন নাহিদা আক্তার। অলরাউন্ড পারফরম্যান্সে যুক্তরাষ্ট্রকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে শুভসূচনা করল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

রোববার (১৮ জানুয়ারি) নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে ‘এ’ গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে টাইগ্রেসরা। বাংলাদেশের দেওয়া ১৬০ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৩৮ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ২৬ রানে ওপেনার দিলারা আক্তার ফেরার পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও (২) দ্রুত সাজঘরে ফেরেন। তবে তিন নম্বরে নেমে দলের হাল ধরেন শারমিন আক্তার সুপ্তা। অভিষিক্ত জুহেইরিয়া ফেরদৌস (১৭) ফেরার পর সোবহানা মোশতারিকে নিয়ে ইনিংস মেরামত করেন তিনি।

মোশতারি ২৯ বলে ৩২ রান করে সঙ্গ দিলেও একপ্রান্ত আগলে রেখে ঝড় তোলেন সুপ্তা। ৩৯ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার এই ইনিংসেই লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ১৫৯ রান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল যুক্তরাষ্ট্র। উদ্বোধনী জুটিতে ৪২ রান তোলে তারা। সপ্তম ওভারে রাবেয়া খান ওপেনার দিশা দিঙ্গারাকে (২৩) ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন। আরেক ওপেনার চেতনা প্রজ্ঞায়ালা ৩১ বলে ৩৬ রান করে দলকে জয়ের পথে রাখার চেষ্টা করলেও তাকে থামান রিতু মনি।

এরপরই শুরু হয় নাহিদা আক্তারের ঘূর্ণিজাদু। বাঁহাতি এই স্পিনারের তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে যুক্তরাষ্ট্রের মিডল অর্ডার। শেষদিকে রিতু সিং ১৩ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেললেও তা কেবল ব্যবধানই কমিয়েছে। ২৪ রানে ৪ উইকেট শিকার করেন নাহিদা। বাংলাদেশের সফলতম বোলার এই নিয়ে দ্বিতীয়বার পেলেন ম্যাচে ৪ উইকেট। এছাড়া ৫ উইকেটও নিয়েছেন দুই দফায়। অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার রিতু মনির প্রাপ্তি তিন উইকেট।

জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ দল আগেই ঠিক হয়েছে। বাকি ৪ দল চূড়ান্ত পর্বে যাবে বাছাইপর্ব খেলে। বাছাইপর্বে বাংলাদেশ ছাড়াও খেলবে আরও ৯টি দল। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ড। ‘বি’ গ্রুপে স্বাগতিক নেপালের সঙ্গী নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ পাপুয়া নিউগিনির বিপক্ষে। কীর্তিপুরে বাংলাদেশ সময় সকাল ৯টা ১৫ মিনিটে শুরু হবে বাংলাদেশ-পাপুয়া নিউগিনি ম্যাচ। একই মাঠে ২২ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে খেলবেন জ্যোতিরা। ২৪ জানুয়ারি মুলপানিতে বাছাইপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাগলবেশে ঘুরছেন জনপ্রিয় অভিনেত্রী

নারীদের বিশ্বকাপ বাছাইয়ে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশের দারুণ সূচনা

প্রকাশের সময় : ০২:২৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

স্পোর্টস ডেস্ক : 

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যর্থতার দিনে জ্বলে উঠল শারমিন আক্তার সুপ্তার ব্যাট। টপ অর্ডারে তার ঝড়ো ফিফটির পর বল হাতে ভেলকি দেখালেন নাহিদা আক্তার। অলরাউন্ড পারফরম্যান্সে যুক্তরাষ্ট্রকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে শুভসূচনা করল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

রোববার (১৮ জানুয়ারি) নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে ‘এ’ গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে টাইগ্রেসরা। বাংলাদেশের দেওয়া ১৬০ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৩৮ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ২৬ রানে ওপেনার দিলারা আক্তার ফেরার পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও (২) দ্রুত সাজঘরে ফেরেন। তবে তিন নম্বরে নেমে দলের হাল ধরেন শারমিন আক্তার সুপ্তা। অভিষিক্ত জুহেইরিয়া ফেরদৌস (১৭) ফেরার পর সোবহানা মোশতারিকে নিয়ে ইনিংস মেরামত করেন তিনি।

মোশতারি ২৯ বলে ৩২ রান করে সঙ্গ দিলেও একপ্রান্ত আগলে রেখে ঝড় তোলেন সুপ্তা। ৩৯ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার এই ইনিংসেই লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ১৫৯ রান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল যুক্তরাষ্ট্র। উদ্বোধনী জুটিতে ৪২ রান তোলে তারা। সপ্তম ওভারে রাবেয়া খান ওপেনার দিশা দিঙ্গারাকে (২৩) ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন। আরেক ওপেনার চেতনা প্রজ্ঞায়ালা ৩১ বলে ৩৬ রান করে দলকে জয়ের পথে রাখার চেষ্টা করলেও তাকে থামান রিতু মনি।

এরপরই শুরু হয় নাহিদা আক্তারের ঘূর্ণিজাদু। বাঁহাতি এই স্পিনারের তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে যুক্তরাষ্ট্রের মিডল অর্ডার। শেষদিকে রিতু সিং ১৩ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেললেও তা কেবল ব্যবধানই কমিয়েছে। ২৪ রানে ৪ উইকেট শিকার করেন নাহিদা। বাংলাদেশের সফলতম বোলার এই নিয়ে দ্বিতীয়বার পেলেন ম্যাচে ৪ উইকেট। এছাড়া ৫ উইকেটও নিয়েছেন দুই দফায়। অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার রিতু মনির প্রাপ্তি তিন উইকেট।

জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ দল আগেই ঠিক হয়েছে। বাকি ৪ দল চূড়ান্ত পর্বে যাবে বাছাইপর্ব খেলে। বাছাইপর্বে বাংলাদেশ ছাড়াও খেলবে আরও ৯টি দল। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ড। ‘বি’ গ্রুপে স্বাগতিক নেপালের সঙ্গী নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ পাপুয়া নিউগিনির বিপক্ষে। কীর্তিপুরে বাংলাদেশ সময় সকাল ৯টা ১৫ মিনিটে শুরু হবে বাংলাদেশ-পাপুয়া নিউগিনি ম্যাচ। একই মাঠে ২২ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে খেলবেন জ্যোতিরা। ২৪ জানুয়ারি মুলপানিতে বাছাইপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।