Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নারী ক্রিকেটে ফিরলেন হাবিবুল বাশার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৩৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৮৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বিসিবির নির্বাচকের দায়িত্ব হারানো হাবিবুল বাশার এবার বিসিবির নতুন চাকরিতে যোগ দিয়েছেন। বিসিবির নারী বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে বিসিবি।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে উইমেন্স উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। দায়িত্ব পাওয়ার পর তাকে অভিনন্দন জানান বিসিবি পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এমপি ও বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বিসিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্ব পাওয়া হাবিবুল বাশার, নারী ক্রিকেট শাখার চেয়ারম্যান ও জাতীয় নারী দলের অধিনায়কের ছবি দিয়ে এই খবর জানিয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশারকে বাংলাদেশ নারী ক্রিকেট শাখার প্রধান হিসেবে অভ্যর্থনা জানান বিসিবি পরিচালক ও নারী ক্রিকেট শাখার চেয়ারম্যান শফিউল চৌধুরী আলম নাদেল ও নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

সম্প্রতি নির্বাচক প্যানেলে রদবদল করেছে বিসিবি। সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং নির্বাচক হাবিবুল বাশারকে সরিয়ে প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপু এবং নির্বাচক হিসেবে হান্নান সরকারকে নিয়োগ দেয়া হয়। আগের প্যানেল থেকে টিকে যান জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

নারী ক্রিকেটে ফিরলেন হাবিবুল বাশার

প্রকাশের সময় : ০৪:৩৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

বিসিবির নির্বাচকের দায়িত্ব হারানো হাবিবুল বাশার এবার বিসিবির নতুন চাকরিতে যোগ দিয়েছেন। বিসিবির নারী বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে বিসিবি।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে উইমেন্স উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। দায়িত্ব পাওয়ার পর তাকে অভিনন্দন জানান বিসিবি পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এমপি ও বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বিসিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্ব পাওয়া হাবিবুল বাশার, নারী ক্রিকেট শাখার চেয়ারম্যান ও জাতীয় নারী দলের অধিনায়কের ছবি দিয়ে এই খবর জানিয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশারকে বাংলাদেশ নারী ক্রিকেট শাখার প্রধান হিসেবে অভ্যর্থনা জানান বিসিবি পরিচালক ও নারী ক্রিকেট শাখার চেয়ারম্যান শফিউল চৌধুরী আলম নাদেল ও নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

সম্প্রতি নির্বাচক প্যানেলে রদবদল করেছে বিসিবি। সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং নির্বাচক হাবিবুল বাশারকে সরিয়ে প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপু এবং নির্বাচক হিসেবে হান্নান সরকারকে নিয়োগ দেয়া হয়। আগের প্যানেল থেকে টিকে যান জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক।