Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নামাজ ও চিল্লায় ব্যস্ত সময় কাটছে নায়ক মেহেদির

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:৫৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
  • ১৯৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

একসময় অশ্লীল সিনেমার তাণ্ডবে সুনাম হারাতে বসেছিল ঢালিউড। এসব ছবির অভিনয়শিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন চিত্রনায়ক মেহেদী হাসান। আজকাল সিনেমায় দেখা যায় না তাকে। তাই আলচনায়ও নেই। এবার জানালেন, নামাজ ও চিল্লায় সময় কাটছে তার।

শুক্রবার (১৯ এপ্রিল) শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসেছিলেন মেহেদী। সেখানেই জানান ধর্ম কর্ম নিয়ে ব্যস্ত সময় কাটছে তার।

মেহেদী বলেন, এখন আমি ধর্মীয় কাজে সময় দিচ্ছি। নিয়মিত জামাত, চিল্লায় যেতে হচ্ছে। যেহেতু মানুষ হয়ে জন্ম নিয়েছি তাই ধর্ম কর্ম তো করতেই হবে। আমি মুসলিম তাই আমাকে নিয়মিত নামাজ, রোজা করতে হবে। এখন সেটা খুব মনোযোগের সঙ্গে করতে হচ্ছে। চলচ্চিত্র থেকে একেবারে বিচ্ছিন্ন হননি তিনি, সামনে তার চলচ্চিত্র আসছে বলেও জানান তিনি।

মুক্তির অপেক্ষায় আছে মেহেদীর চারটি সিনেমা। বিষয়টি উল্লেখ করে বলেন, আমি চলচ্চিত্র থেকে একেবারেই হারিয়ে যাইনি। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে আমার চারটি চলচ্চিত্র।

ঢালিউডে শুরুটা দারুণ হয়েছিল মেহেদীর। পাগল মন চলচ্চিত্র দিয়ে নজর কেড়েছিলেন সবার। এরপর অনেক সফল সিনেমায় অভিনয় করেন। একসময় কাজ শুরু করেন অশ্লীল সিনেমায়। পরপর কয়েকটি সিনেমায় অভিনয় করায় অশ্লীল সিনেমার নায়ক তকমা জুটে যায় মেহেদীর নামের সঙ্গে।

মেহেদি অভিনীত ছবির মধ্যে রয়েছে ‘ধনদৌলত’, ‘হাসু আমার হাসু’, ‘অন্যায়’, ‘মহান’, ‘নিয়ত’, ‘চেনামুখ’, ‘শরীফ বদমাশ’, ‘নান্টু ঘটক’, ‘জারকা’, ‘তিন বাহাদুর’, ‘মর্যাদা’, ‘নবাব’, ‘অহিংসা’, ‘কাবিন’, ‘বিধাতা’, ‘উনিশ বিশ’, ‘দিদার’, ‘কসম’ ও ‘নাগজ্যোতি’।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নামাজ ও চিল্লায় ব্যস্ত সময় কাটছে নায়ক মেহেদির

প্রকাশের সময় : ০৫:৫৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

বিনোদন ডেস্ক : 

একসময় অশ্লীল সিনেমার তাণ্ডবে সুনাম হারাতে বসেছিল ঢালিউড। এসব ছবির অভিনয়শিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন চিত্রনায়ক মেহেদী হাসান। আজকাল সিনেমায় দেখা যায় না তাকে। তাই আলচনায়ও নেই। এবার জানালেন, নামাজ ও চিল্লায় সময় কাটছে তার।

শুক্রবার (১৯ এপ্রিল) শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসেছিলেন মেহেদী। সেখানেই জানান ধর্ম কর্ম নিয়ে ব্যস্ত সময় কাটছে তার।

মেহেদী বলেন, এখন আমি ধর্মীয় কাজে সময় দিচ্ছি। নিয়মিত জামাত, চিল্লায় যেতে হচ্ছে। যেহেতু মানুষ হয়ে জন্ম নিয়েছি তাই ধর্ম কর্ম তো করতেই হবে। আমি মুসলিম তাই আমাকে নিয়মিত নামাজ, রোজা করতে হবে। এখন সেটা খুব মনোযোগের সঙ্গে করতে হচ্ছে। চলচ্চিত্র থেকে একেবারে বিচ্ছিন্ন হননি তিনি, সামনে তার চলচ্চিত্র আসছে বলেও জানান তিনি।

মুক্তির অপেক্ষায় আছে মেহেদীর চারটি সিনেমা। বিষয়টি উল্লেখ করে বলেন, আমি চলচ্চিত্র থেকে একেবারেই হারিয়ে যাইনি। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে আমার চারটি চলচ্চিত্র।

ঢালিউডে শুরুটা দারুণ হয়েছিল মেহেদীর। পাগল মন চলচ্চিত্র দিয়ে নজর কেড়েছিলেন সবার। এরপর অনেক সফল সিনেমায় অভিনয় করেন। একসময় কাজ শুরু করেন অশ্লীল সিনেমায়। পরপর কয়েকটি সিনেমায় অভিনয় করায় অশ্লীল সিনেমার নায়ক তকমা জুটে যায় মেহেদীর নামের সঙ্গে।

মেহেদি অভিনীত ছবির মধ্যে রয়েছে ‘ধনদৌলত’, ‘হাসু আমার হাসু’, ‘অন্যায়’, ‘মহান’, ‘নিয়ত’, ‘চেনামুখ’, ‘শরীফ বদমাশ’, ‘নান্টু ঘটক’, ‘জারকা’, ‘তিন বাহাদুর’, ‘মর্যাদা’, ‘নবাব’, ‘অহিংসা’, ‘কাবিন’, ‘বিধাতা’, ‘উনিশ বিশ’, ‘দিদার’, ‘কসম’ ও ‘নাগজ্যোতি’।