বিনোদন ডেস্ক :
মারা গেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির নানাভাই শামসুল হক গাজী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ২ টা ১১ মিনিটে মারা যান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালক চয়নিকা চৌধুরী এ তথ্য নিশ্চিক করেন।
চয়নিকা চৌধুরী পোস্টে লিখেছেন, আমাদের শ্রদ্ধেয় নানুভাই পরীমণির প্রিয় নানুভাই রাত ২:১১ মিনিটে, ২৪ নভেম্বর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় সবাইকে কাঁদিয়ে আমাদের ছেড়ে পরপারে চলে গিয়েছেন। আজাদ মসজিদে গোসল করানোর পর ভোর ৪টায় পরীমণি নানুভাইকে নিয়ে এখন তাঁর নিজ গ্রামের পথে। সেখানেই নানির পাশে নানুভাইকে শায়িত করা হবে। সবাই পরীর জন্য, পরীর নানুভাইয়ের জন্য দোয়া/প্রার্থনা করবেন, যেন পরপারে তিনি শান্তিতে থাকেন। পরী যেন সহ্যশক্তি পায়।’
পরীমণির নানার প্রতি শ্রদ্ধা জানিয়ে চয়নিকা আরও লিখেছেন, ‘আহা! নানুভাই আপনাকে কোনো দিন ভুলব না। আমার দেখা আপনি অসাধারণ সুশিক্ষিত একজন মানবিক মানুষ। আপনার ভালোবাসা অমলিন। শ্রদ্ধা আর ভালোবাসা।’
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন শামসুল হক গাজী। চিকিৎসার জন্য ভর্তি ছিলেন হাসপাতালে। গতমাসেই একটা অপারেশন হয়েছে তার। অপারেশনের আগের দিন পরীমণি হাসপাতালে রাজ্যর (পরীমণির ছেলে) সঙ্গে হাস্যজ্জ্বল নানার একটা ভিডিও শেয়ার করেন। আজ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি।
পরীমণি খুব ছোটবেলায় মা’কে হারান, একটু বড় হয়ে বাবাকে হারিয়ে বড় হন পিরোজপুরে তার নানা শামসুল হক গাজীর কাছে। বাবা-মা মারা যাওয়ার পর নানাই ছিলেন পরীমণির একমাত্র অবলম্বন। নানার প্রতি এই নায়িকার অকৃত্রিম ভালোবাসার কথা সবার জানা।