Dhaka মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে সেতুর মাঝখানে গর্ত ঝুঁকি নিয়ে জনসাধারণের চলাচল

নাটোর জেলা প্রতিনিধি : 

নাটোরের সিংড়ায় চৌগ্রাম-তেরবাড়িয়া সড়কের রথবাড়ি এলাকায় সেতুর মাঝখানে গর্ত তৈরি হয়েছে। এ কারণে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে জনগণকে।

জানা গেছে, সেতুর মাঝে ভাঙা থাকায় প্রায়ই দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে চলাচলকারী পথচারী ও যানবাহনগুলো। সতর্কতার জন্য চৌগ্রাম ইয়ুথ ক্লাবের উদ্যোগে সেতুর দুই পাশে ‘বিপদজ্জনক’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। ভাঙা সেতুটি ড্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসী জানায়, চৌগ্রাম দিয়ে মহাসড়কে যেতে বিকল্প রাস্তা থাকলেও জামতলী হাট ও স্কুলে যেতে এই রাস্তায় দূরত্ব অনেক কম। এজন্য এলাকার জনসাধারণ এই রাস্তাটি বেশি ব্যবহার করে থাকেন। চৌ-গ্রাম স্কুল অ্যান্ড কলেজ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন ভূমি অফিস, শ্বশ্মান ও কেন্দ্রীয় কবরস্থানে যাওয়ার জন্য এই ভাঙা সেতু ব্যবহার করতে হয়। এতে প্রায় সময় দুর্ঘটনা ঘটে থাকে।

উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক জানান, ব্রিজটা অনেক পুরনো। অবকাঠামোও দুর্বল। সংস্কার করলে টেকসই হবে না, বিধায় নতুন ব্রিজ করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মাটি পরীক্ষাও হয়েছে।

নতুন করে ব্রিজ নির্মাণ করার চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।

সিংড়ার উপজেলার ইউএনও মাজহারুল ইসলাম জানান, সেতুটি পরিদর্শনের জন্য প্রকৌশলীকে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি : বাণিজ্য উপদেষ্টা

নাটোরে সেতুর মাঝখানে গর্ত ঝুঁকি নিয়ে জনসাধারণের চলাচল

প্রকাশের সময় : ১২:২১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

নাটোর জেলা প্রতিনিধি : 

নাটোরের সিংড়ায় চৌগ্রাম-তেরবাড়িয়া সড়কের রথবাড়ি এলাকায় সেতুর মাঝখানে গর্ত তৈরি হয়েছে। এ কারণে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে জনগণকে।

জানা গেছে, সেতুর মাঝে ভাঙা থাকায় প্রায়ই দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে চলাচলকারী পথচারী ও যানবাহনগুলো। সতর্কতার জন্য চৌগ্রাম ইয়ুথ ক্লাবের উদ্যোগে সেতুর দুই পাশে ‘বিপদজ্জনক’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। ভাঙা সেতুটি ড্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসী জানায়, চৌগ্রাম দিয়ে মহাসড়কে যেতে বিকল্প রাস্তা থাকলেও জামতলী হাট ও স্কুলে যেতে এই রাস্তায় দূরত্ব অনেক কম। এজন্য এলাকার জনসাধারণ এই রাস্তাটি বেশি ব্যবহার করে থাকেন। চৌ-গ্রাম স্কুল অ্যান্ড কলেজ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন ভূমি অফিস, শ্বশ্মান ও কেন্দ্রীয় কবরস্থানে যাওয়ার জন্য এই ভাঙা সেতু ব্যবহার করতে হয়। এতে প্রায় সময় দুর্ঘটনা ঘটে থাকে।

উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক জানান, ব্রিজটা অনেক পুরনো। অবকাঠামোও দুর্বল। সংস্কার করলে টেকসই হবে না, বিধায় নতুন ব্রিজ করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মাটি পরীক্ষাও হয়েছে।

নতুন করে ব্রিজ নির্মাণ করার চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।

সিংড়ার উপজেলার ইউএনও মাজহারুল ইসলাম জানান, সেতুটি পরিদর্শনের জন্য প্রকৌশলীকে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।